রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে পচা আলুর সঙ্গে তুলনা করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যানী।
1 min readরায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে পচা আলুর সঙ্গে তুলনা করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যানী।
তন্ময় চক্রবর্তী :- রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে পচা আলুর সঙ্গে তুলনা করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যানী। তিনি বলেন একটি বস্তায় যদি একটি পচা আলু থাকে তাহলে সব আলোই আস্তে আস্তে পচতে শুরু করে। তাই বিজেপির পচা আলু এখন রায়গঞ্জ বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হয়েছে। তাই সেই প্রার্থীকে বিজেপির অনেক কর্মীরাই পছন্দ করছে না তাই আলাদাভাবে তারা মনোনয়নপত্র দাখিল করে লড়াই করছে।
শুধু তাই নয় বিজেপির অনেক নেতাই তার সঙ্গে যোগাযোগ রেখে চলছে।। আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ২৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত একটি কর্মী সভাতে এমন মন্তব্যই করলেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তিনি বলেন আজকে যারা রায়গঞ্জে পুরনো বিজেপি রয়েছে তারা এখানে যোগ্য সম্মান পেলেন না অথচ যে ব্যাক্তি কে তৃণমূল থেকে এক বছর আগে বের করে দিয়েছিলাম একটা বস্তার মধ্যে যদি একটা পচা আলু থাকে তাহলে ওই বস্তা টাকে পচিয়ে দিতে পারে তার জন্য ওকে ফেলে দিয়েছিলাম। সেই পচা আলুকে যে পায়ের নখ থেকে মাথার চুল অব্দি দুর্নীতিগ্রস্ত। হাটে হাটে যে কৃষকরা ধান বিক্রি করতে আসে তাদের কাছ থেকে তিনি ধলতা নিতেন। ফলে সেই ব্যক্তিকেই টিকিট দেওয়া হলো টাকার বিনিময়ে। এটা যারা পুরনো বিজেপি আছে সবাই জানে। সেই জন্য যারা পুরনো বিজেপি আছে তারা তাকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারছে না। তার জন্য অনেক বিজেপি কর্মীরা, তার সঙ্গে যোগাযোগ রাখছেন। আর বলছেন আমরা এই বিজেপি প্রার্থীকে মানবো না।