January 4, 2025

তৃণমূলের অন্দরের সব খবর আমি পেয়ে যাচ্ছি বললেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল

1 min read

তৃণমূলের অন্দরের সব খবর আমি পেয়ে যাচ্ছি বললেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল

তন্ময় চক্রবর্তী  রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে আমাদের বিরোধীদল যদি সন্ত্রাস করে জিততে চায় তাহলে তারা ভুল করবে।  এর  রিটার্ন তারা পেয়ে যাচ্ছে এবং আগামী দিনে পৌরসভা নির্বাচন এবং ২৬ এ বিধানসভা নির্বাচনেও পেয়ে যাবে। আজ উত্তরদিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়ায় সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে এ কথাই বললেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল।। তিনি বলেন তারা আশা  ভোট শান্তিতেই হবে। তবে যদি তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করে তাহলে তাদের সেই ভুলের মাশুল তাদের দিতে হবে আগামী তে রায়গঞ্জ পৌরসভা নির্বাচন এবং ২৬ সালে বিধানসভা নির্বাচনে । কার্তিক বাবু এদিন বলেন বিরোধী দলের অনেক মানুষ রয়েছে তারা আমাকে তাদের দলের খবর সবসময়ই দেয়।

 

তারা আমাকে নানান রকম ভাবে সহযোগিতা করেছিল লোকসভা নির্বাচনে   আমাকে জিততে। এবারও এই বিধানসভা উপনির্বাচনেও আমাদের বিরোধীদলের অনেক মানুষ আছে তারা আমাকে এখনো দিয়ে যাচ্ছে সব খবর তাদের দলের অন্দরের। তাই সব খবর আমি পেয়ে যাব।। তিনি বলেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তাদের লক্ষ্য একটাই তারা জয়লাভ করার পর রায়গঞ্জ তথা রায়গঞ্জ লোকসভার সার্বিক উন্নয়ন। তিনি বলেন লোকসভা নির্বাচনে আমরা জেতার পর রায়গঞ্জ তথা রায়গঞ্জ লোকসভার বিভিন্ন জায়গায় যে একটা শান্তির বাতাবরণ তৈরি হয়েছে আগামী দিনে রায়গঞ্জে মানস বাবু জেতার পর রায়গঞ্জের মানুষের কাছে যেটা সবচেয়ে বড় দাবি শান্তি সেই শান্তি বজায় থাকবে। এবং রায়গঞ্জের সুনাগরিকরা তারা বিচক্ষণ মানুষ আছেন তারা ঠিকঠাক ভাবে মানস বাবুকে আশীর্বাদ করবেন। কার্তিক বাবু এদিন আরো বলেন তারা অবশ্যই চেষ্টা করবেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবং তার সাথে প্রতিটা বুথ থেকে শুরু করে যে সমস্ত এরিয়া গুলো তে তারা  ভোটার আটকানো বা অনেক ধরনের প্ল্যানিং চলছে সেটা আমরা আগেই জেনে যাব। কারণ এটা না বললেই নয় আমাদের যে বিরোধী দল সেই দলের লোকরা  অবশ্যই আমাকে হেল্প করে জিতিয়েছে। আবার কিছু লোক আছে যারা তাদের দলের খবরগুলো আমাকে দিয়ে দিচ্ছে। আমরা সবটাই জেনে যাব আগে।  যদি তৃণমূল কংগ্রেস কোন ভুল করে তাহলে খুব তাড়াতাড়ি আবার রায়গজ পৌরসভা নির্বাচন হবে,  ২৬ সালে বিধানসভা নির্বাচন হবে  । রায়গঞ্জের মানুষ যোগ্য জবাব দিয়ে দিবে। এটা আমার বিশ্বাস

.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *