কালিয়াগঞ্জের অত্যাধুনিক পৌর বিনোদন পার্কের হাল শোচনীয়,পার্কের নেই কোন পরিষেবা,ক্ষুব্ধ বিনোদন পার্কে আসা দর্শনার্থীরা
1 min readকালিয়াগঞ্জের অত্যাধুনিক পৌর বিনোদন পার্কের হাল শোচনীয়,পার্কের নেই কোন পরিষেবা,ক্ষুব্ধ বিনোদন পার্কে আসা দর্শনার্থীরা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৬ জুন: কালিয়াগঞ্জ পৌর সভার প্রাক্তন তৃণমূলের চেয়ারম্যান তথা বর্তমান রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের আমলে পৌর সভার হাসপাতাল পাড়ার ১২ নম্বর ওয়ার্ডে আট বিঘা জমির উপর একটি দর্শনীয় বিনোদন পার্ক তৈরি হয়েছিল।মাত্র কয়েক বছরের তিন চার বছরের মধ্যেই পরিষেবা তথা দেখভালের অভাবে অত্যন্ত দর্শনীয় পার্কটির কি বেহাল দশা হয়েছে তা নিজের চোখে না দেখলে বোঝা যাবেনা।দীর্ঘ দিন ধরে পার্কের ভেতরে আগাছায় ভরে গেলেও উদ্যান কর্তৃপক্ষের নেই কোন রকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কোন রকম প্রচেষ্টা।
পার্কের ভেতরের বিভিন্ন স্থানে শিশুদের খেলাধুলার উপকরণ ভেঙে পড়েছে।বিভিন্ন খেলাধুলার সামগ্রী ভেঙে পড়ে থাকলেও পার্কের কর্মীদের নেই কোনরকম হেলদোল।বিনোদন পার্কে শিশুদের জন্য ফাইবারের বিভিন্ন পশু পাখিগুলো ভেঙে গেলেও উদ্যান কর্তৃপক্ষের নেই কোন রকম হেলদোল। কালিয়াগঞ্জ পৌর পার্কে ঘুরতে আসা জনৈক রঞ্জন সরকার জানান অনেক আশা নিয়ে পৌর পার্কে এসেছিলাম পরিবারের সবাইকে নিয়ে। কিন্তূ পরিবারের ছেলেমেয়ে এবং স্ত্রীকে নিয়ে পৌর উদ্যানে যে উদ্যোগ নিয়ে এসেছিলাম তা সম্পূর্ন মাটি হয়ে গেছে। তিনি বলেন পৌর উদ্যানের টয়লেটের অবস্থাও প্রচন্ড খারাপ হয়ে পরে আছে।যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।শিশুদের আকর্ষন করবার জন্য যে সব খেলনা পার্কে বসানো হয়েছিল সেই এসব খেলনার অধিকাংশই অবস্থা খুব খারাপ অবস্থা। ১২ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিভাস সাহা ক্ষুব্ধ হয়ে বলেন কালিয়াগঞ্জ শহরে এই পৌর উদ্যানটি অনেক আশা নিয়ে করা হয়েছিল যে, যেহেতু কালিয়াগঞ্জ শহরে বাচ্চাদের কোন খানে গিয়ে সময় কাটানোর মত কোন স্থান নেই তাই শহরের মধ্যেই এই পৌর পার্কে গিয়ে সময় কাটাতে পারবে।কিন্তু এত অল্প সময়ের মধ্যে এই পৌর পার্কের হাল এত বেহাল হয়ে পড়বে এটা কল্পনার অতীত বলেই পৌর কমিশনার বিভাস সাহা মনে করেন।তিনি বর্তমান রায়গঞ্জের সাংসদ তথা কালিয়াগঞ্জের প্রাক্তন পিতা কার্তিক চন্দ্র পাল অনেক কাঠ খর পুড়িয়ে এই সুন্দর পৌর উদ্যান তৈরি করেছিল।পরিষেবা ও পরিচর্যার অভাবে এত দ্রুত খারাপ হয়ে যাবে এটা ধারনার বাইরে।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহাকে পৌর উদ্যানের হাল সম্পর্কে প্রশ্ন করলে পৌর পিতা রাম নিবাস সাহা বলেন তিনি বেশ কিছুদিন পৌর উদ্যানে যাবার সময় পান নি।তিনি বলেন দ্রুত পৌর উদ্যানে গিয়ে সমস্ত ব্যাপারটা দেখে পৌর উদ্যানের জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা নেব বলে পৌর পিতা রাম নিবাস সাহা জানান।