উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
1 min readউত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
জলপাইগুড়ি(নিউজ এশিয়া):– জলপাইগুড়িতে রাতভর বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। বেশ কিছু জায়গায় বিদ্যুৎ নেই। লাগাতার ভারী বৃষ্টির পর বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি জলপাইগুড়িতে। গত কয়েক দিন বৃষ্টির ফলে উত্তরের জেলাগুলোর মধ্যে জলপাইগুড়ি জেলাতেও কিছুটা হলেও গরম কমেছে।
ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন জলপাইগুড়ির বাসিন্দারা। বৃষ্টি হওয়ার ফলে অনেক মানুষই তাদের গন্তব্যস্থলে যেতে কিছুটা হলেও অসুবিধার সম্মুখীন। তবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি সহ বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।