বঙ্গ বিজেপিতে বিরাট রদবদল! এবার নতুন রাজ্য সভাপতি? জেনে নিন!
1 min readবঙ্গ তে বিরাট রদবদল! এবার নতুন রাজ্য সভাপতি? জেনে নিন!
২০১৯ এর থেকে ২০২৪ এ যে খারাপ ফলাফল বঙ্গ বিজেপির হয়েছে, তারপরে অত্যন্ত রুষ্ট কেন্দ্রীয় বিজেপি। বাংলার বিজেপির একটা অংশ দাবি তুলছে নেতৃত্ব বদলের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি রাজ্য সভাপতি হিসেবে সুকান্ত মজুমদারকে বদল করা হবে? কিন্তু এখনও পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, বাংলার সাংগঠনিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব বৈঠক করলেও এবং সেখানে একাধিক সিদ্ধান্ত হলেও রাজ্য সভাপতি পদে আপাতত বদল করা হচ্ছে না।
সূত্রের খবর, এদিন বাংলার ফলাফল নিয়ে দিল্লিতে বৈঠক করেছে কেন্দ্রীয় বিজেপি। আর সেখানে রাজ্যের ফলাফল যে মোটেই ভালো হয়নি, তা জানিয়ে দিয়েছে তারা। পাশাপাশি গোটা বিষয়ে রাজ্য নেতৃত্বকে তিরস্কৃত হতে হয়েছে দিল্লির কাছে বলে খবর।স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল যে, তাহলে রাজ্য সভাপতিকে কি বদল করা হবে? সুকান্ত মজুমদারকে কি সরিয়ে দেওয়া হবে! তার জায়গায় আসবেন কে? কিন্তু এখনও পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, তাতে রাজ্যের সংগঠনে হয়ত বেশ কিছু পরিবর্তন হবে। কিন্তু রাজ্য সভাপতি হিসেবে থাকছেন সেই সুকান্ত মজুমদারই।