December 5, 2024

কিশোর সংঘের পরিচলনায় একদিনের ক্রিকেট নাইট টুনামেন্ট

1 min read
শঙ্কর গুপ্তা বিশ্ব যখন ফুটবলে মাতোয়ারা ঠিক তখন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে ৯ নং ওয়ার্ডে ক্রিকেট কে নিয়ে মাতলো এলাকার যুবকরা,আজ কিশোর সংঘের পরিচলনায় একদিনের ক্রিকেট নাইট টুনামেন্ট এর আয়োজন করা হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

জানা যায় এই টুনামেন্ট এর ব্যাবস্থাপনায় কার্তিক মহন্ত চাম্পিয়ান ট্রফি, এবং অভিজিৎ দাস রানাস ট্রফি এবং তৃতীয় পুরস্কার গীতা কুন্ডু স্মৃতি ট্রফি, । আজ শুভ উদ্বধোন করেন কালিয়াগঞ্জ পৌরসভার ৯ নং এলাকার কাউন্সিলার শিল্পী সরকার।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

আজকে এই ক্রিকেট টুনামেন্ট কে কেন্দ্র করে এলাকার ক্রিয়া প্রেমী মানুষদের উৎসাহ ছিল চখে পড়ার মতো, জানা যায় এই নাইট ক্রিকেট টুনামেন্ট ২২টি দল অংশ গ্রহন করেন এবং আশে পাশে কালিয়াগঞ্জ ছাড়া বাইরে থেকে বেশ কয়েকটি দল অংশ গ্রহন করে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *