October 23, 2024

ফ্রিজের জল ছাড়ুন! ‘এই’ বোতলের জল ‌যেমন ঠান্ডা তেমনই শরীর রাখবে তরতাজা!

1 min read

ফ্রিজের জল ছাড়ুন! ‘এই’ বোতলের জল ‌যেমন ঠান্ডা তেমনই শরীর রাখবে তরতাজা!

প্লাস্টিক নয় প্রচন্ড গরমে এখন ভরসা মাটির বোতল। তাই মাটির পাত্রের চাহিদা এখন তুঙ্গে। দিনরাত এক করে মাটির বোতল তৈরি করতে ব্যস্ত মৃৎ শিল্পীরা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের হাটপাড়ার শিল্পীদের নাওয়া খাওয়ার সময় নেই। এবছর মাটির কুঁজো কিংবা জগের তুলনায় মাটির বোতলের চাহিদা প্রচুর।

মাটি থেকে কাঁকড় পরিস্কার করে সেই মাখা মাটি দিয়ে মেশিনের মাধ্যমে মাত্র দু-তিন মিনিটেই তৈরি হয়ে যাচ্ছে একের পর এক মাটির বোতল। তারপর তা রোদে দেওয়া হচ্ছে শোকানো হচ্ছে। পরবর্তীতে তা আগুন পুড়িয়ে ব্যবহারযোগ্য করা হচ্ছে। ফ্রিজের জল অনেকে খেতে চাইছেন না। প্লাস্টিকের বোতলের ব্যবহারও কমছে। এক মৃৎশিল্পী জানান দিনে গড়ে ৩০০ মাটির বোতল তৈরি হয়। সব বিক্রি হয়ে যায়।একটি মাটির বোতলের দাম ১০০ থেকে ১২০ টাকা। বিশেষজ্ঞরা বলেন এই মাটির বোতলের জল যেমন প্রাকৃতিক ভাবে ঠাণ্ডা থাকে,তেমনি মাটির বোতলে জল পান করলে হজম শক্তির উন্নতির পাশাপাশি হিট স্ট্রোক থেকে শরীরকে রক্ষা করে। কাদামাটি দিয়ে তৈরি এই মাটির বোতলে নানান খনিজ উপাদান পাওয়া যায় যা শরীরের গ্লুকোজের মাত্রা ভারসাম্য রাখতে সাহায্য করে। পাশাপাশি এই মাটির বোতলে জল পান করলে পেট ফাঁপা ও বদ হজম থেকে মুক্তি পাওয়া যায় তাই দিন প্রতিদিন বাড়ছে মাটির বোতলের চাহিদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *