October 23, 2024

কালিয়াগঞ্জ নৃত্য ছন্দ একাডেমির অষ্টম বর্ষ উদযাপনের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে রাবেন্দ্রিক সন্ধ্যা

1 min read

কালিয়াগঞ্জ নৃত্য ছন্দ একাডেমির অষ্টম বর্ষ উদযাপনের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে রাবেন্দ্রিক সন্ধ্যা

পিয়া গুপ্তা চক্রবর্তী_কালিয়াগঞ্জ,৮ মে:বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মনমোহন উচ্চ বালিকা বিদ্যালয়ের মঞ্চে কালিয়াগঞ্জ নৃত্য ছন্দ একাডেমির অষ্টম বর্ষ পূর্তিকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল সান্ধকালীন রবীন্দ্র জন্ম জয়ন্তী উৎসব।উৎসবের শুরুতেই কালিয়া গঞ্জ পৌর সভার উপ_পৌর পিতা ঈশ্বর রজক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।

উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক,সঙ্গীত শিল্পী ও আকাশবানীর গীতিকার তপন চক্রবর্তী,বিশিষ্ট নৃত্য শিল্পী পম্পি লাহিড়ী মোদক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা চক্রবর্তীভট্টাচার্য।পরবর্তীতে বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ মাল্যদান করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ পৌর পিতা ঈশ্বর রজক সাংবাদিক তপন চক্রবর্তী, পম্পি লাহিড়ী মোদক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা চক্রবর্তী।কালিয়াগঞ্জ নৃত্য ছন্দ একাডেমির কর্ণধার রিয়া রায় বলেন কালিয়াগঞ্জ একটি সংস্কৃতির শহর।এই শহরের মানুষদের আশীর্বাদ ও সহযোগিতায় তার নৃত্য ছন্দ একাডেমি আট বছরে পদার্পন করলো।রিয়া রায় বলেন আমি একা রিয়ার দ্বারা

এই প্রতিষ্ঠান কখনই চলতে পারেনা।আমার মত অনেক রিয়ার সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি যে এগিয়ে চলছে তা নিশ্চিত ভাবেই বলা যায়।রবীন্দ্র জন্ম জয়ন্তী অনুষ্ঠানে নৃত্য একাডেমির কচিকাঁচারা সুন্দর নৃত্য পরিবেশন করে।অনুষ্ঠানে রাইবেশে নৃত্য পরিবেশন করলে উপস্থিত দর্শকগন মুগ্ধ হন।সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনার দায়িত্ব পালন করেন রায়গঞ্জ থেকে আগত সাংবাদিক তথা সঞ্চালক পাপিয়া সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *