রায়গঞ্জ ডালখোলা রেল যোগাযোগ অধরাই থেকে গেল
1 min readঅধরাই থেকে গেল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৪ ফেব্রুয়ারি:উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে ডাল খোলা পর্যন্ত (৩৮)কিমি রেলপথ অধরাই থেকে গেল।পরিবর্তে রেলসুত্রে জানা যায় বিহারের ধাচনা থেকে সঞ্জয়গ্রম পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ খুব শীগ্রই হবার পথে।এই খবর শোনা মাত্রই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সাধারন মানুষ মোদী সরকারের রেল মন্ত্রক তথা রায়গঞ্জের বিজেপির সাংসদ দেবশ্রী চৌধুরীর উপর প্রচন্ড ক্ষুব্ধ।রায়গঞ্জের বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত এক সাক্ষাৎকারে বলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর উপর মানুষ ভরসা করে ছিল তিনি রায়গঞ্জ_ডালখোলা রেলপথ নির্মাণের ব্যাপারে গুরুত্ব দেবেন।
কিন্তূ প্রথম থেকেই এই রেলপথের জন্য কোন রকম চেষ্টা করেননি সাংসদ দেবশ্রী চৌধুরী।ফলে বিহারে সাংসদ এই সুযোগটা অত্যন্ত তৎপরতার সাথে কাজে লাগিয়েছে।সেখানে রেল পথের কাজ খুব শীগ্রই শুরু হবে বলে জানা যায়। মোহিত সেনগুপ্ত সাংবাদিকদের জানান উত্তর দিনাজপুর জেলার রেলের উন্নয়নে কোন কাজ করলেন না রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী।রাধিকাপুর_দিল্লী বন্ধ ট্রেনটিও তিনি আজ পর্যন্ত চালু করতে পারলেন না,শুধু কি তাই কালিয়াগঞ্জ_বুনিয়াদপূর বন্ধ হয়ে থাকা রেলপথের কাজটি শুরু করবার জন্য তিনি কোন চেষ্টা না করায় এবারের লোক সভা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলার মানুষ কোন ভাবেই বিজেপিকে ভোট দেবেনা।মানুষ রায়গঞ্জের সাংসদকে কোন ভাবেই আর পছন্দ করছেন না। জানা যায় অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকার সময় বিহারের ধাচনা থেকে সঞ্জয়গ্রাম রেল প্রকল্পটির সার্ভে করে রেখেছিল।রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী বেশ কয়েকবার রায়গঞ্জ_ডালখোলা রেলপথ নিয়ে দিল্লিতে দরবার করলেও এই প্রকল্পকে কোন রকম গুরুত্ব দেয়নি রেল মন্ত্রক। দেবশ্রী চৌধুরী সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন রায়গঞ্জ থেকে ডালখোলা রেল পথটি নির্মাণ হলে বাংলার মধ্য দিয়েই বাংলার ট্রেনগুলো বিভিন্ন রাজ্যে যেতে পারতো।দেবশ্রী চৌধুরী বলেন বিহারের ধাচনা থেকে সঞ্জয়গ্রাম রেলপথের সার্ভের কাজ রায়গঞ্জ_ডালখোলা রেলপথের থেকে অনেক পূর্বে করা হয়েছিল।তাই সেই রেল পথ নির্মাণের কাজ অগ্রাধিকারের ভিত্তিতে পেয়েছে।সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন মার্চ মাসের প্রথম দিকেই সম্ভবত চালু হতে যাচ্ছে রাধিকাপুর_দিল্লী ট্রেনটি।