রাধিকাপুরে দুই দিনের প্রানীসম্পদ প্রদর্শনী ও প্রশিক্ষণ শিবির
1 min readরাধিকাপুরে দুই দিনের প্রানীসম্পদ প্রদর্শনী ও প্রশিক্ষণ শিবির
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১২ ফেব্রুয়ারী:জাতীয় লাইভ স্টক মিশনের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকা পুর গ্রাম পঞ্চায়েতের গৌরী পুর গ্রামে দুইদিনের প্রাণী সম্পদ প্রদর্শনী ও প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হয়।দুইদিনের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে প্রাণী স্বাস্থ্য শিবির,প্রদর্শনী ও প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার।
উপস্থিত ছিলেন বুলি রায় সহ সভাপতি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা ডা:বিপ্লব দাস,শ্রীমতী নুরী বেগম চৌধুরী,কর্মাধ্যক্ষ মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ স্থায়ী সমিতি,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি, বুলি ডা:মানিক লাল সাহা,প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক,কালিয়াগঞ্জ, ভর্না রায়,প্রধান, রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত,পঞ্চমী দাস,মেম্বার,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি,উত্তর দিনাজপুর জেলা পরিষদের দুই সদস্য লতা সরকার এবং রামদেব সাহানী।কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার বলেন প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে গরু,ছাগল,হাস মুরগি পালন করে রাজ্যের বিভিন্ন জেলার সাথে তাল মিলিয়ে কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামের সাধারন মানুষরা উপকৃত হচ্ছে স্বনির্ভর হবার ফলে।আমরা চাই আমাদের কালিয়াগঞ্জ ব্লকের পিছিয়ে পড়া মানুষেরা তারা প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে স্বনির্ভর হোক।প্রথম দিনের অনুষ্ঠানে উপভোক্তাদের হাস মুরগির বাচ্চা বিতরণ যেমন করা হয় তেমনি এই অনুষ্ঠানে গাভী, বকনা, বলদ, ছাগল,হাস মুরগি পালনকারিদের পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে ভাওয়াইয়া ও লোকসঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পীরা। প্রাণী পালনের উপর বিজ্ঞান ভিত্তিক আলোচনা করেন প্রাণী সম্পদ দপ্তরের বিশিষ্ট চিকিৎসকগণ।জানা যায় অনুষ্ঠানের দ্বিতীয় দিন মঙ্গলবার ছোটদের অঙ্কন প্রতিযোগিতা,প্রাণী স্বাস্থ্য শিবির,ঔষুধ বিতরণ করা হবে এছাড়াও দ্বিতীয় দিনের অনুষ্ঠানে থাকবে নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতার সাথে আবৃত্তি প্রতিযোগিতা।