কালিয়াগঞ্জের প্রতীতির সাহিত্য সভায়*অমর শহীদ ২১শে ফেব্রুয়ারি নিয়ে ভাবগম্ভীর সাহিত্য সন্ধ্যা_
1 min readকালিয়াগঞ্জের প্রতীতির সাহিত্য সভায়*অমর শহীদ ২১শে ফেব্রুয়ারি নিয়ে ভাবগম্ভীর সাহিত্য সন্ধ্যা
তন্ময় চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২৫ ফেব্রুয়ারি_রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ভ্রাম্যমাণ মাসিক সাহিত্য সংস্কৃতি কৃষ্টি সংস্থা “প্রতীতির ৪৭তম বর্ষের দ্বিতীয় অধিবেশনের “সাহিত্য সভায় অমর শহীদ ২১ শে এব্রুয়ারি নিয়ে ভাবগম্ভীর সাহিত্যের আসর বসে হাসপাতাল পাড়ার অবসর প্রাপ্ত শিক্ষক তথা প্রতীতির প্রাক্তন সভাপতি তপন কুমার চক্রবর্তীর বাসভবনে।অনুষ্ঠানে শুরুতেই প্রতীতির প্রয়াত সদস্যা দেবযানী(পাঁপড়ি) ভৌমিকের স্মরণে তার প্রতি স্রধ্যা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয।
অপরাজিতা চক্রবর্তীর উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা হয়। প্রতীতির প্রাক্তন সভাপতি তপন কুমার চক্রবর্তী অমর শহীদ ২১ শে ফেব্রুয়ারি নিয়ে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বাংলা ভাষা আন্দোলনের প্রাথমিক অবস্থা থেকে রক্তক্ষয়ী ভাষা আন্দোলনের শেষ নিয়ে নাতি দীর্ঘ আলোচনা করে উপস্থিত শ্রোতাদের সমৃদ্ধ করেন।অনুষ্ঠানে আকাশবাণীর গীতিকার সঙ্গীত শিল্পী ও সাংবাদিক তপন চক্রবর্তী তার কথা ও সুরে একটি সুন্দর সঙ্গীত পরিবেশন করেন।অন্যান্যদের মধ্যে সঙ্গীত পরিবেশন করে প্রশংসা অর্জন করেন শিশু শিল্পী অংশুমান রায়,তাপস চ্যাটার্জী,অরুণ ঘোষ, অপরাজিতা চক্রবর্তী এবং গৌতম বিশ্বাস ।অসাধারন সংগতের কারনে উঠতি তবলা বাদক সাগ্নিক চক্রবর্তীর ভুয়সী প্রসংশা করেন উপস্থিত দর্শকেরা।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করে শোনান সনাতন তালুকদার, অমল কৃষ্ণ মণ্ডল,সুকান্ত গুহ,আবৃত্তি পাঠ করে উপস্থিত দর্শকদের মন জয় করে নেন বিশিষ্ট বাচিক শিল্পী সুজাতা দত্ত এবং বিপুল মৈত্র।অমর ২১শে ফেব্রুয়ারি সম্পর্কে আলোচনায় অংশ গ্রহণ করেন চন্দ্রনাথ সাহা,কাজল মোদক,বিশ্বজিৎ সরকার,কার্তিক পাহান
,দেবাশীষ সরকার,স্বপ্ন দাস(গঙ্গারামপুর),মৃন্ময় কর,সুমনা গুহ এবং প্রতীতির যুগ্ম সাধারন সম্পাদক ড: কাঞ্চন কুমার দে।অনুষ্ঠানে সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন অপরাজিতা চক্রবর্তী ও অংশুমান রায়।সংগতে সাগ্নিক চক্রবর্তী।অনুষ্ঠানটি যুগ্মভাবে অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন দুই যুগ্ম সাধারন সম্পাদক প্রদীপ।কুমার রায় ও ড:কাঞ্চন কুমার দে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও কবি রাধিকা রঞ্জন দেবভুতি।অনুষ্ঠানের উপস্থিতি ছিল চোখে পড়ার।মত।