কালিয়াগঞ্জের মালগাও ও বরুণা অঞ্চলে পাকা রাস্তার শিলান্যাসে গ্রাম বাসীদের মধ্যে খুশির আমেজ
1 min readকালিয়াগঞ্জের মালগাও ও বরুণা অঞ্চলে পাকা রাস্তার শিলান্যাসে গ্রাম বাসীদের মধ্যে খুশির আমেজ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৫ ফেব্রুয়ারি:সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মলগাও ও বরুণা অঞ্চলে গ্রাম বাসীদের দীর্ঘদিনের রাস্তা নির্মাণের দাবি সোমবার পুরন হবার ফলে এলাকার খুশির আমেজ সর্বত্র দেখা যায়।সোমবার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কালিয়াগঞ্জ ব্লকের পলিহার ও কালুডাঙায় দুটি রাস্তার শিলান্যাস করেন ফিতা কেটে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য পিয়ালী দেব সিংহ জেলা পরিষদের সদস্যা লতা সরকার, তৃণমূল নেতা ইমরান চৌধুরী এবং কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার।
কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার বলেন এই অঞ্চলের মানুষরা ভালো রাস্তার অভাবে ভীষণ সমস্যার মধ্য দিয়ে দিন কাটাতে হত।অনেক আবেদন নিবেদন করেও বিগত ১৫ বছর ধরে শুধুই প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতিই দিয়ে গেছে রাজনৈতিক নেতৃবৃন্দ।সেই রাস্তার শিলান্যাস হবার ফলে গ্রাম বাসীদের মধ্যে আজ সর্বত্র আনন্দ দেখা গেছে।
গ্রাম বাসী প্রণব সরকার বলেন আজকে আমাদের গ্রামের মানুষদের মধ্যে সত্যি সত্যি উৎসবের চেহারা নিয়েছে বলে জানান।কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার বলেন গত পঞ্চায়েত নির্বাচনের পূর্বে তৃণমূলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যদি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি তৃণমূল দলের দখলে যায় তাহলে তারা এই বেহাল রাস্তা পাকা করে দেবে।সেই প্রতিশ্রুতি মত আজ সোমবার কল কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পাকা রাস্তার কাজ শুরু করে দেওয়া হয় বলে পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার বলেন।জানা যায় দুটিই মেটাল রাস্তা তৈরি হবে।