ভান্ডার অঞ্চলে কবর স্থানে যাবার রাস্তার শিলান্যাস করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি
1 min readভান্ডার অঞ্চলে কবর স্থানে যাবার রাস্তার শিলান্যাস করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৭ফেব্রুয়ারি:বুধবার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের কবরস্থানে যাবার একটি মেটাল রাস্তার সূচনা করলেন।কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন এলাকার মানুষ সরাসরি তার কাছে একটি পোর্টালের মাধ্যমে আবেদন করলে তার ভিত্তিতে এই রাস্তাটি অনুমোদন করা হয়।
তিনি বলেন এই রাস্তাটি করতে মোট ব্যায় হবে সাড়ে পাঁচ লক্ষ টাকা।ভান্ডার অঞ্চলের মানুষদের কবর স্থানে যাবার যে সমস্যা ছিল এই মেটাল রাস্তাটি তৈরি হলে আর কোন সমস্যা থাকবেনা বলে পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার জানান।উপস্থিত ছিলেনপঞ্চায়েত সমিতির সদস্য সোমদত্তা বর্মন,জেলা পরিষদের সদস্য লতা সরকার,রাজু সরকার সহ বিশিষ্ট জনেরা।