ভ্যালেন্টাইন্স ডে-তে প্রিয় মানুষকে দিন এই উপহার, ভালবাসা দ্বিগুণ বাড়বে
1 min readভ্যালেন্টাইন্স ডে-তে প্রিয় মানুষকে দিন এই উপহার, ভালবাসা দ্বিগুণ বাড়বে
ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি হ্যান্ডমেড জুয়েলারি! ভ্যালেন্টাইন্স ডে-তে সঙ্গীনিকে দিতেই পারেন এই ধরনের উপহার।ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি হ্যান্ডমেড জুয়েলারি! ভ্যালেন্টাইন্স ডে-তে সঙ্গীনিকে দিতেই পারেন এই ধরনের উপহার।গয়না পছন্দ করেন না এমন মেয়েদের সংখ্যা নেহাতই কম। দিনে দিনে জনপ্রিয়তা বাড়ছে হাতের তৈরি ইউনিক ডিজাইনের গয়নার। দেশীয় ফ্যাশনে হাতে তৈরি এই গয়না গুলো দোকানের পাশাপাশি অনলাইনে বিক্রি বাড়ছে।
সামনেই যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তাই বাজারে বেশ রমরমা বিক্রি বাড়ছে এই গয়নাগুলোর।মনের মতো ডিজাইন আর নান্দনিক সৌন্দর্যের কারণে ফ্যাশন প্রিয় নারীদের কাছেও বেশ জনপ্রিয়তা পাচ্ছে হ্যান্ডমেড এই জুয়েলারি ও বালা গুলোর। পুরনো ফেলে দেওয়া ফেব্রিক সুতো, বোতাম ইত্যাদি জিনিস দিয়ে তৈরি হচ্ছে এই হ্যান্ডমেড জুয়েলারি গুলো।উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়ার বাসিন্দা মৌসুমী দা আজ বহু বছর ধরে তিনি তাঁর হাতের তৈরি বিভিন্ন ধরনের এই হ্যান্ডমেড জুয়েলারি গুলো বানিয়ে আসছেন। মৌসুমী দাঁ জানান, “খুব ছোট বয়স থেকেই ছিঁড়ে যাওয়া হার কিংবা পুঁতি অথবা ফেলে দেওয়া জিনিসপত্র ফেলে না দিয়ে তা দিয়েই হ্যান্ডমেড এই জুয়েলারি গুলো তিনি তৈরি করেন।কাঠ, কাপড়, জুট ,মাটি, ক্রোশিয়া , সুতো, ব্ল্যাক মেটাল, হোয়াইট মেটাল, ইত্যাদি নানা ধরনের উপকরণ দিয়ে তৈরি হয় তাঁর এই হ্যান্ডমেড জুয়েলারি গুলো ।মৌসুমী দা জানান, তার হাতের তৈরি হ্যান্ডমেড বালা ও জুয়েলারি গুলো কুড়ি টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত দামেও বিক্রি হয়।কলকাতা, শিলিগুড়ির পাশাপাশি বর্তমানে কালিয়াগঞ্জ ,রায়গঞ্জ এর মতো ছোট ছোট শহরেরও হাতের তৈরি এই জুয়েলারি গুলোর জনপ্রিয়তা বাড়ছে। অনেকে নিজের পছন্দের মানুষটিকে তার বিশেষ দিনে এই জুয়েলারি গুলো গিফট দিচ্ছেন।তবে আর কিছু দিন পরেই যেহেতু ভ্যালেন্টাইন ডে তাই আপনিও আপনার পছন্দের মানুষটিকে স্বল্প খরচে এই হ্যান্ডমেড জুয়েলারি গুলো গিফট করতেই পারেন।