বালিতে ১৬৮ তম বর্ষ প্রচীন রথযাত্রা পালিত হল:
1 min readকৌশিক ঘোষ,বালি হাওড়া: শনিবার বিকেলে হাওড়ার বালিতে বিদ্যানীধি ভবনের ১৬৮ তম বর্ষের রথযাত্রা পালিত হল। বালিবাজার থেকে সুশজ্জিত রথযাত্রা শুরু হয়ে জি টি রোড হয়ে বালিনিমতলায় এসে এই রথযাত্রা শেষ হয়। বিদ্যনিধী ভবনের সদস্য সনাতন গোস্বামী জানান এইবছর তাদের রথযাত্রা ১৬৮ তম বর্ষে পদার্পণ করল। এই রথযাত্রা দেখতে প্রচুর মানুষের জনসমাগম ঘটে।।