December 22, 2024

রাম সবার তাই তার ছবি নিয়ে আমি আমাদের সংহতি যাত্রা করেছি একান্ত সাক্ষাৎকারে জানালেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী

1 min read

রাম সবার তাই তার ছবি নিয়ে আমি আমাদের সংহতি যাত্রা করেছি একান্ত সাক্ষাৎকারে জানালেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী

তন্ময় চক্রবর্তী  রাম মন্দির ভারতবর্ষের ধরবর। এটা কোন রাজনৈতিক দলের না। রাম মন্দির গত ২২ তারিখে প্রতিষ্ঠাতা দিবস হিসেবে যেদিন পালন করা হলো সেই দিন আমিও রামের ছবি নিয়ে সঙ্গে আমাদের তৃণমূলের পতাকা নিয়ে রায়গঞ্জের রাস্তায় সংহতি যাত্রায় পদযাত্রা করেছি ।

আমরা বার্তা দিতে চেয়েছিলাম সবাইকে যে রাম মন্দির নিয়ে তৃণমূল কংগ্রেসের কোন অসুবিধা নেই। তৃণমূল কংগ্রেস সব ধর্ম, সব রং, সব বর্ণকে সমান চোখে দেখে। বিরোধীরা যেটা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল যে রাম মন্দিরের বিরুদ্ধে নাকি তৃণমূল কংগ্রেস। সেটা ভুল।সেটাকেই ভুল প্রমাণ করার জন্য আমরা সংহতি যাত্রার মধ্য দিয়ে আমরা সমগ্র পশ্চিমবঙ্গে যাত্রা করেছি। ধর্ম যার যার উৎসব সবার ।কিন্তু রাজনৈতিক ময়দানে আমরা রাজনৈতিক কথা বলতে চাই ।আমি রাজনৈতিক ময়দানে কোন সম্প্রদায়িক কিংবা ধর্ম নিয়ে রাজনীতি করার কোন পক্ষপাতিত্ব নই। আমরা চাই রাজনীতি হবে উন্নয়নকে নিয়ে হবে। কে কত ভালো পরিষেবা জনগণকে দিতে পারবে সেটা নিয়ে হবে। আজ একান্ত সাক্ষাৎকারে এই কথাগুলি বলেন বিধানসভার পিএসসি কমিটির চেয়ারম্যান তথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি বলেন তৃণমূল কংগ্রেস সারা বছর একটা নির্দিষ্ট কর্মসূচির মধ্যে দিয়ে থাকে। সারা বছর আমি আমার বিধানসভা এলাকায় মানুষের সাথে মানুষের পাশে থেকে আমি মানুষকে পরিষেবা দিয়ে থাকি। এখন সামনে নির্বাচন আছে লোকসভা নির্বাচন। কিন্তু আমি মনে করি সারা বছর আমরা কাজ করেছি তার ফল আমরা নিশ্চিত আগামী লোকসভায় পাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *