October 24, 2024

প্রবীণের তুলনায় নবীনদের স্প্রিট বেশি কাজের। তাই দল যদি তাকে লোকসভায় প্রার্থী করে তাহলে পুরোপুরি প্রস্তুত বলে জানালেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

1 min read

প্রবীণের তুলনায় নবীনদের স্প্রিট বেশি কাজের। তাই দল যদি তাকে লোকসভায় প্রার্থী করে তাহলে পুরোপুরি প্রস্তুত বলে জানালেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

তন্ময় চক্রবর্তী :-সম্প্রতি তৃণমূল কংগ্রেসের অন্দরে নবীন ও প্রবীণ এর মধ্যে যে বিতর্কের দানা বেধে ছিল সেটাকে আবার উস্কে দিলেন বিধানসভার পিএসসি কমিটি চেয়ারম্যান তথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী। তিনি বলেন তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বয়স হয়ে গেলে কাজ করার এনার্জি টা অনেকটা কমে যায় এটা তো স্বাভাবিক। কৃষ্ণ কল্যাণী বলেন একটা 40 45 বছরের জোয়ান লোক যেভাবে কাজ করবে ৭৫ থেকে ৮০ বছরের লোকের মধ্যে কাজের স্প্রিট তো কম হবেই। তার মানে এটা নয় যে প্রবীণ কে অসম্মান করা। তিনি বলেন তাকে যদি দল যে দায়িত্বই দেক না কেন তিনি সেই দায়িত্ব পালন করতে পারবেন খুব সুন্দর ভাবে। সে ক্ষেত্রে দল যদি তাকে বলে এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে লড়াই করার জন্য সে ক্ষেত্র তিনি প্রস্তুত অপরদিকে যদি বলে দলের হয়ে পোস্টার লাগাতে সেটাতেও তিনি প্রস্তুত। দল যে দায়িত্ব দিক না কেন আমি সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব।

 

। আজকে প্রবীণ হয়ে গেল তার মানে তাকে নির্বাচনের লড়তেই হবে, এটা নয়। তারা তো উপদেষ্টা মন্ডলীতেও থাকতে পারে। তবে যাই হোক না কেন নবীন প্রবীণ সমন্বয়েই এবারের প্রার্থী ঠিক করা হবে। কিন্তু এই নবীন ও প্রবীণ বিতর্ককে ভেঙেচুরে অন্যরকম দেখানোর চেষ্টা করা হচ্ছে। এই দলে নবীন ও প্রবীণ উভয়েরই সম্মান রয়েছে। দলের সাধারণ সম্পাদক নব জোয়ার কর্মসূচি করে দেখিয়ে দিয়েছেন তার মধ্যে কি জোস রয়েছে। তিনি বলেন এই দলে নবীন দরকার প্রবীণও দরকার। এবার একজোট হয়ে নির্বাচনে লড়াই এর ময়দানে নামবে তৃণমূল।তৃণমূলে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বয়সের সীমাবদ্ধতার প্রসঙ্গে শীল মোহর দিয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী বলেন সকলেরই একটা বয়সের সীমাবদ্ধতা থাকা উচিত। তিনি বলেন তিনি যে হিসেবে দৌড়াতে পারবেন সেই হিসাবে আশি বছরের কোন একটি লোক তার মতন করে দৌড়াতে পারবেন না। এটা সাধারণ কথা। এটা সর্বজনীন সত্য কথা। এই সার্বজনীন সত্য কথার সঙ্গে সকলেই একমত হবে। সম্প্রতি ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী নবীন প্রবীণ বিতর্কের মাঝে যেভাবে প্রবীনদের হয়ে মন্তব্য করেছেন সে প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিধায়ক কৃষ্ণ কল্যানী বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি প্রবীনদেরকে বাদ দেওয়ার কথা কি কখনো কোন জায়গায় বলেছেন। এ কথা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো বলেননি। এটা হয়তো বা কোন একটা জায়গা থেকে মিসগাইড হচ্ছে। কৃষ্ণ কল্যাণী বলেন আব্দুল করিম চৌধুরী কিছুদিন আগে অব্দি বিদ্রোহী থাকলেও রায়গঞ্জে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালবাসায় আপ্লুত হয়ে গিয়ে তার বিদ্রোহী তকমা গুছিয়ে দিয়েছেন। এখন তিনি আসল রাস্তায় হাঁটছেন। আর এখন সব বিরোধ মিটে গিয়েছে।আগামী লোকসভা নির্বাচনে কোন ধরনের প্রার্থীকে বিবেচনা করা উচিত দলে নবীন ও প্রবীণ এর মধ্য থেকে এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিধায়ক কল্যাণী বলেন নবীন এবং প্রবীনদের মধ্যে সমন্বয় রেখে এটা কাজ করতে হবে। তারপর দেখতে হবে কার জনপ্রিয়তা কেমন রয়েছে। কে কি হিসেবে কাজ করছে। তিনি বলেন তৃণমূল কংগ্রেস দলটা একটা অনুশাসিত দল। এখানে বুথ স্তর থেকে যার নাম উঠবে যাকে লোক সব থেকে বেশি সমর্থন করবে সেই ব্যক্তি টিকিট পাবে। সে নবীন হোক বা প্রবীণ হোক। এটা আলাদা বিষয়। যারা সারা বছর কাজ করে আসছে। যার প্রতি মানুষের আস্থা রয়েছে এই ধরনের একটা সার্ভে হচ্ছে। সেই সার্ভের আঁধারেই টিকিট বন্টন করা হবে।সে ক্ষেত্রে যদি দেখা যায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যানী এক্ষেত্রে তিনি কতটা প্রস্তুত এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, আমি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। আমার কি চলে যাবে কি আসবে সেটা নিয়ে আমি কোন চিন্তা ভাবনা করি না। দল আমাকে যেটা নির্দেশ দিবে সেটাই আমি অক্ষরে অক্ষরে পালন করব।লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কতটা প্রস্তুত তিনি এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন আমরা সারা বছর কাজ করেছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গবাসীকে যে হিসেবে প্রকল্পগুলো উপহার দিয়েছেন সেই প্রকল্প গুলো থেকে মানুষ যেভাবে উপকৃত হয়েছেন সেই জন্য এখানে আমাদের খুব বেশি প্রস্তুতি করার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি আমাদের প্রস্তুতি করণ তার কাজের মধ্য দিয়ে করে দিয়েছে।বিগত লোকসভা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেস অনেকটাই পিছিয়ে ছিল সে ক্ষেত্রে এবার কতটা রিকভারি করতে পেরেছে তৃণমূল কংগ্রেস এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন কত পঞ্চায়েত নির্বাচনের ফল দেখলেই পরিষ্কার বোঝা যাবে তৃণমূল কংগ্রেস কতটা রিকভারি করতে পেরেছে। পঞ্চায়েতে বিপুল সাফল্য পেয়েছে রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ এর তৃণমূল কংগ্রেস। ফলে পরিষ্কার রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ ও এবার আমাদের লিড দিবে লোকসভা নির্বাচনে।বিরোধীরা অভিযোগ করে বারে বারে যে পঞ্চায়েত নির্বাচনে যে ভোট হয়েছে তা ছাপ্পা মেরে ই তৃণমূল কংগ্রেস জিতেছে। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন যদি ছাপ্পা মেরে তৃণমূল কংগ্রেস ভোটে জেতে তাহলে কোন জায়গায় কোন এফআইআর হলো না কেন। বিরোধীরা মানুষকে এমনটা বলে বিভ্রান্ত করছে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার জন্য।রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী যদি তৃণমূল কংগ্রেস থেকে টিকিট না পায় তাহলে বিজেপি থেকে টিকিট পাবে এমনটাই গুঞ্জন চলছে বাজারে। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন বাজারে অনেক রকম গুঞ্জন শোনা যায়। তবে এটা নিশ্চিত তিনি তৃণমূল কংগ্রেস আজীবন করে যাবেন। তিনি বলেন একবার দল পরিবর্তন করেছিলাম।ভুল করেছিলাম বিজেপি তে গিয়ে। রায়গঞ্জ বাঁশির উন্নয়নের কাজে যাতে আসতে পারি। সেই ভেবে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়ে যে কাজ আমি করেছি তা সাধারণ মানুষরাই দেখতে পেরেছে। তিনি বলেন গত আর্থিক বছরে রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্রে 97 কোটি টাকার কাজ করতে পেরেছি।

4 thoughts on “প্রবীণের তুলনায় নবীনদের স্প্রিট বেশি কাজের। তাই দল যদি তাকে লোকসভায় প্রার্থী করে তাহলে পুরোপুরি প্রস্তুত বলে জানালেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

  1. Hey I know this is off topic but I was wondering if you knew of any widgets I could add to my blog that automatically tweet
    my newest twitter updates. I’ve been looking for a
    plug-in like this for quite some time and was hoping maybe you would have some experience with something like this.
    Please let me know if you run into anything.
    I truly enjoy reading your blog and I look forward to your new updates.

  2. Its like you read my mind! You seem to know a lot about this, like you wrote the book in it or something.
    I think that you can do with a few pics to
    drive the message home a little bit, but other than that, this
    is great blog. A fantastic read. I’ll definitely be back.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *