প্রদীপ সংঘের উদ্যোগে দুই দিন ব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করলেন পৌরপিতা
1 min readপ্রদীপ সংঘের উদ্যোগে দুই দিন ব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করলেন পৌরপিতা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩ ফেব্রুয়ারি:শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ১৫ নম্বর ওয়ার্ডের মনিবাগে অবস্থিত প্রদীপ সংঘের উদ্যোগে দুই দিন ব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করলেন কালিয়াগঞ্জ পুর সভার পৌর পিতা রাম নিবাস সাহা।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার উপ পৌর পিতা ঈশ্বর রজক সহ বিশিষ্ট ব্যক্তিগন।পৌর পিতা রাম নিবাস সাহা বলেন কালিয়াগঞ্জ শহরকে একদিকে যেমন অনেকেই নাটকের শহর বলে থাকে তেমনি কালিয়াগঞ্জ শহরকে খেলা ধুলার শহরও বলছে সবাই।
কেননা কালিয়াগঞ্জ শহরে এই শীতের মরশুমে প্রতিদিন হয় ক্রিকেট প্রতিযোগিতা না হয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা লেগেই আছে।তাই কালিয়াগঞ্জ পৌর শহরের পৌর পিতা হবার সুবাদে আমি গর্ব বোধ করি।কালিয়াগঞ্জ শহরের যুবকরা ভীষনভাবে খেলাধুলার সাথে যুক্ত থাকার কারনে আমি তাদের অভিনন্দন জানাচ্ছি।খেলা ধুলায় এই শহর আরো এগিয়ে চলুক কালিয়াগঞ্জ পৌর সভা সব সময় ভালো কাজের পাশে থাকবে আমি সেই প্রতিশ্রুতিই দিচ্ছি।কালিয়াগঞ্জ পৌর সভার উপ পৌর পিতা ঈশ্বর রজক বলেন প্রদীপ সংঘ যেন প্রতিবারের ন্যায় এবারও তাদের ট্র্যাডিশন বজায় রেখে ভালো ভালো খেলার টিম এনে কালিয়াগঞ্জ শহরের মানুষদের ভালো খেলা উপহার দেয় তার জন্য আবেদন রাখবো।প্রদীপ সংঘের কর্নধার অমিত সাহা এক প্রশ্নের উত্তরে বলেন কলকাতা,মালদা,কোচবিহার,ডুয়ার্স ও স্থানীয় সহ মোট ১৬ টি টিম অংশ গ্রহণ করবে।তিনি বলেন আমরা খুব আনন্দিত যে আজকের উদ্বোধনী খেলায় আমাদের কালিয়াগঞ্জের পৌর পিতা ও উপ পৌর পিতা ঈশ্বর রজক খেলায় অংশ গ্রহণ করে আমাদের উৎসাহিত করায় আমদের ক্লাবের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাই।
licensed crypto casino 2024 https://medium.com/@passeu/top-5-crypto-casinos-in-2024-83c74854313e