কাটোয়া ২নং ব্লকে সিঙ্গি গ্ৰামে বুড়ো শিবের মন্দির সংস্কার করে প্রতিষ্ঠা করা হল
1 min read
রাহুল রায়, পূর্ব বর্ধমান:কাটোয়া ২নং ব্লকে সিঙ্গি গ্ৰামে বুড়ো শিবের মন্দির সংস্কার করে প্রতিষ্ঠা করা হল। বড়ো শিবটি মোরগতলায় ছিলেন। রথের দিন ১০৮ ঘড়া জল ঢেলে বাবাকে অভিষেক করা হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মন্দির চত্ত্বরে অষ্টপ্রহর সহ হরিরাম সংকীর্ণতা আয়োজন করা হয়। ভক্তরা পায়ে হেঁটে বাঁকে করে দাঁইহাট থেকে গঙ্গার জল নিয়ে এসে বাবা বুড়ো শিবের মন্দির জল ঢালেন। মন্দির চত্ত্বরে ভক্ত
দের ভিড় লক্ষ্য করা যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});