৭৫ তম সাধারনতন্ত্র দিবসে উত্তর দিনাজপুর জেলায় বর্নময় অনুষ্ঠানে জেলা শাসক অভিবাদন গ্রহন করলেন
1 min read৭৫ তম সাধারনতন্ত্র দিবসে উত্তর দিনাজপুর জেলায় বর্নময় অনুষ্ঠানে জেলা শাসক অভিবাদন গ্রহন করলেন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৬ জানুয়ারী:শুক্রবার সকালে সারা দেশের সাথে যথোচিত মর্যাদার সাথে ৭৫ তম সাধারনতন্ত্র দিবস উদযাপন করে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন রায়গঞ্জ স্টেডিয়ামে।প্রচন্ড ঠান্ডার সাথে কুয়াশাকে উপেক্ষা করে ৭৫ তম সাধারন তন্ত্রের বর্নময় অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে অভিবাদন গ্রহন করেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা।উপস্থিত ছিলেন রায়গঞ্জের পুলিশ সুপার মোঃ সানা আখতার।সাধারনতন্ত্র দিবসের বর্নময় অনুষ্ঠানে যেমন ছিল জেলার বিভিন্ন দপ্তরের নিজ নিজ সুসজ্জিত ট্যাবলো তেমনি রায়গঞ্জের বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের তথা সঙ্গীত বিদ্যালয়ের ও নৃত্য বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সঙ্গীত ও নৃত্যের সুন্দর অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি, জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক শুভম চক্রবর্তী সহ জেলার বরিষ্ঠ উচ্চ পদস্থ আধিকারিক গন।৭৫ তম সাধারনতন্ত্র দিবসের বর্নময় অনুষ্ঠান দেখার জন্য স্টেডিয়ামে প্রচুর দর্শক সমাগম হয়।