তৃণমূল দলের সুপ্রিমো আমাকে প্রার্থী করলে আমি ময়দানে নামতে প্রস্তুত , কানাইয়ালাল
1 min readতৃণমূল দলের সুপ্রিমো আমাকে প্রার্থী করলে আমি ময়দানে নামতে প্রস্তুত , কানাইয়ালাল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২৩ করে জানুয়ারী :এবার তৃণমূল দলের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় যদি রায়গঞ্জের আসনে তাকে সাংসদ হবার টিকিট দেয় তাহলে তিনি প্রস্তুত। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকে চান্দলে গ্রামের একটি পারা বৈঠকে সভায় উত্তর দিনাজপুর জেলার তৃণমূল সভাপতি কানাইয়া লাল আগরওয়াল এই কথা সাংবাদিকদের বলেন।তিনি বলেন ধর্ম হচ্ছে আবেগ। কিন্তূ আবেগ তাড়িত হয়ে মানুষের পেট ভরবেনা।তৃণমূল রাজ্যের গ্রাম ও শহরের মানুষদের একজন মানুষের জীবনে যেসব সমস্যা রয়েছে তার সমাধান করে দিয়েছে।
একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত চাহিদা দরকার তৃণমূল সরকার সেই সব পালন করেছে।তিনি বলেন মা মাটি মানুষের সরকার রাজ্যের দুঃস্থ মানুষদের জন্য যে সমস্ত প্রকল্প করে তার পরিষেবা দিয়ে চলছে ভারত বর্ষের কোন রাজ্যে নেই তিনি দায়িত্ব নিয়ে বলতে পারেন।অনেকেই ভোটের আগে বলে থাকে তৃণমূলের মধ্যে নাকি বিরোধ আছে।এসব বাজে,অবাস্তব কথা। তৃণমুল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন বিরোধিদের কোন গঠন মূলক কাজ না থাকার ফলে এবং রাজ্যের মানুষের প্রতি দায়বদ্ধতা না থাকার কারনে তারা অনেক কিছুই বলে থাকে যার কোন যুক্তি নেই।উত্তর দিনাজপুর জেলার মানুষ জানে বিপদে আপদে কোন রাজনৈতিক দল তাদের সব সময়ের জন্য পাশে থাকে।সেকথা নূতন করে আর জেলার মানুষদের বোঝাতে হবেনা। তিনি বলেন তিনি যে ভাবে উত্তর দিনাজপুর জেলার প্রতিটি গ্রাম চষে বেড়িয়েছেন এবং সাধারন মানুষের সাথে কথা বলে বুঝতে পেরেছেন তাতে আমার বিশ্বাস সামনের লোকসভা আসনে রায়গঞ্জের আসনে আমাকে টিকিট দিলে অথবা তৃণমূলের কাউকে দিলেও তৃণমূল রায়গঞ্জের আসনে গতবারের হারা ভোট ওভারকাম করে আমরাই জয়ের মুখ দেখবো।তৃণমূলের মঙ্গলবারের গ্রাম বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি, জেলা পরিষদের সদস্যা লতা সরকার, তৃণমূল নেত্রী দীপা সরকার এবং কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রাম নিবাস সাহা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,তৃণমূল এর চেয়ারমান শচীন্দ্র সিংহ রায় ,নিতাই বৈশ্য সহ আরো অনেকে ।