উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার উদ্যোগে শুরু হাল দাবা প্রশিক্ষণ শিবির
1 min readউত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার উদ্যোগে শুরু হাল দাবা প্রশিক্ষণ শিবির
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২১ জানুয়ারি:রবিবার রামকৃষ্ণ সেবাসংঘে বেশ কিছুদিন পর আবার উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার ব্যাবস্থাপনা স্বল্প মূল্যে শুরু হল দাবা প্রশিক্ষণ শিবির। জানা যায় গৌরবঙ্গ দাবা হাবের উদ্যোগে সারা বাংলা দাবা সংস্থার অনুমোদিত উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার আয়োজনে শুরু হল দাবা প্রশিক্ষণ শিবির।রবিবার বেশ কিছু পড়ুয়া সহ অভিভাবকরা এসে দাবা খেলায় অংশ গ্রহনের জন্য রেজিস্ট্রেশন করে নেয়। হাত থেকে মোবাইলকে দূরে সরিয়ে রেখে দাবা খেলার প্রতি আসক্ত হবার জন্য বিশিষ্ট জনেরা পড়ুয়াদের কাছে বিশেষ ভাবে আবেদন জানায়।
উত্তর দিনাজপুর জেলা শুধু নয় গৌর বঙ্গের দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলা দাবা খেলা থেকে অনেক পিছিয়ে আছে বলে উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার সাধারন সম্পাদক সুব্রত সরকার জানান।সেই কারনেই সীমিত খরচের মধ্যেই যাতে দুঃস্থ পরিবারের ছেলেমেয়েরা দাবার প্রতি আসক্ত হতে পারে তার জন্যই তাদের এই উদ্যোগ বলে সুব্রত সরকার জানান।তিনি বলেন কি শহর কি গ্রামে সব জায়গাতেই দেখা যাচ্ছে মোবাইলের রম রমা ব্যাবহার।সেই মোবাইলের ব্যাবহার কমিয়ে তার পরিবর্তে যদি এই সমস্ত ছেলেমেয়েদের দাবার দিকে নিয়ে আসা যায় তাতে একদিকে ছেলেমেয়েদের যেমন মেধা শক্তি বৃদ্ধি পাবে তেমনি মোবাইলের হাত থেকে রক্ষা পেয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে বলে সুব্রত সরকার জানান।তিনি বলেন তারা খুব শীগ্রই গ্রামে গ্রামে গিয়ে মোবাইল আসক্ত ছেলেমেয়েদের অভিভাবকদের সাথে কথা বলবেন যাতে তাদের ছেলে মেয়েরা দাবা খেলায় প্রশিক্ষণ নিতে পারে।সুব্রত সরকার বলেন তারা খুব শীগ্রই ব্লক স্তর থেকে জেলা স্তরে দাবা কে সাধারন মানুষের কাছে নিয়ে যাবার জন্য জোর প্রচেষ্টা চালানো হবে বলে জানান। দাবা প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস সহ রঞ্জন রায় সহ বিশিষ্ট জনেরা।