কালিয়াগঞ্জ ক্রিকেট একাডেমির নকআউট ক্রিকেটে চ্যাম্পিয়ন চাঁচল ক্রিকেট একাডেমি
1 min readকালিয়াগঞ্জ ক্রিকেট একাডেমির নকআউট ক্রিকেটে চ্যাম্পিয়ন চাঁচল ক্রিকেট একাডেমি
তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ ২৯ ডিসেম্বর:শুক্রবার কালিয়াগঞ্জ ক্রিকেট একাডেমির উদ্যোগে অনুর্ধ “১৪” স্বর্গীয় অরিজিৎ দে সরকার মেমোরিয়াল ট্রফির ফাইনাল খেলায় কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে চাঁচল ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে ।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বলেন কালিয়াগঞ্জ ক্রিকেট একাডেমি কয়েক বছর ধরে কালিয়াগঞ্জের কচিকাঁচাদের ক্রিকেটে প্রশিক্ষণ দিয়ে ইতিমধ্যেই বেশ কিছু ভালো খেলোয়াড় তৈরি করেছে।
কালিয়াগঞ্জ ক্রিকেট একাডেমির এই ধরনের কাজের জন্য কালিয়াগঞ্জ পৌর সভা সবসময পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন।কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার বলেন কালিয়াগঞ্জ ক্রিকেট একাডেমির খেলা ধুলার ব্যাপারে যদি কোন সহায়তা প্রয়োজন হয় কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি সে ব্যাপারে সবসময সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে জানান।
কালিয়াগঞ্জ ক্রিকেট একাডেমির সম্পাদক শান্তনু দেবগুপ্ত বলেন গত ২৬ ডিসেম্বর থেকে চার দিবসীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টে ৮ টি ক্রিকেট দল অংশগ্রহণ করে।চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা,ইন্দ্রানী দে সরকার ও কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার যৌথ ভাবে।চার দিনের এই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শহরের হাসপাতাল পাড়ার রানিং বুলেট ক্লাবের মাঠ ছিল জমজমাট।