কালিয়াগঞ্জে বিচিত্রা নাট্য সংস্থার উদ্যোগে পাঁচ দিনের সপ্তবর্ণা নাট্য উৎসবের সূচনা হল
1 min readকালিয়াগঞ্জে বিচিত্রা নাট্য সংস্থার উদ্যোগে পাঁচ দিনের সপ্তবর্ণা নাট্য উৎসবের সূচনা হল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২২ ডিসেম্বর:উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহরের ঐতিহ্যা বাহি বিচিত্রা নাট্য সংস্থার উদ্যোগে কালিয়াগঞ্জ নজমু নত্যানিকেতন মঞ্চে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পাঁচ দিনের সপ্ত বর্ণা নাট্য উৎসবের সূচনা করেন বুধবার।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ড:পীযুষ কুমার দাস,নাট্য কর্মী প্রদীপ কুমার দত্তগুপ্ত সহ সংস্থার সভাপতি রবীন্দ্র নাথ কুন্ডু। সংস্থার সম্পাদক অরিন্দম ঘোষ বলেন এই নাট্য উৎসবের প্রথম দিন বুধবার উত্তর দিনাজপুর বিচিত্রা নাট্য সংস্থা নিবেদন “এখনও কৃতদাস”এবং নদিয়ার কল্যাণী কৃষ্টির “ইত্তিলা”নাটক দুটি মঞ্চস্থ হয়।বৃহস্পতিবার দুটি নাটক মঞ্চস্থ হয় যার মধ্যে প্রথমটি মঞ্চস্থ করে মালদা শিল্পী সংসদের”উত্তরণ” এবং দিনাজপুর কৃষ্টি পরিবেশনায় “এবং সুতনুকা”।
শুক্রবারে দুটি নাটক মঞ্চস্থ হয় যার মধ্যে বহরমপুরের “বাজাও তোমার একতারা”.এবং রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপের” “কনট্রাস্ট”। শনিবার মঞ্চস্থ হবে কল্যাণীর নাট্য দল প্রযোজিত ” ছিন্নপত্র”.এবং মালদার গাজলের বিশান নাট্য সংস্থার ” রাজরক্ত “যেমন মঞ্চস্থ হবে,তেমনি নাট্য উৎসবের শেষ দিন ২৪ডিসেম্বর মঞ্চস্থ হবে বহরমপুরের ঋত্বিকের প্রযোজনা”আপন ঘর” এবং ব্যান্ডেল নান্দনিক প্রযোজিত”হাজার মাইল অন্ধকার”। প্রতিদিন হারহিম করা ঠান্ডাকে উপেক্ষা করে কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনের দর্শকআসন পরিপূর্ন হওয়ায় সপ্তবর্ণা নাট্য উৎসব কর্তপক্ষ প্রচন্ড খুশি।নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কালিয়াগঞ্জের বর্ষীয়ান নাট্য কর্মী প্রদীপ কুমার দত্তগুপ্তকে বিচিত্রা নাট্য সংস্থার পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়।