কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের নতুন প্রযোজনা “ত্রিনয়নী” মঞ্চস্থ হলো স্থানীয় নজমু নাট্য নিকেতনে
1 min readকালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের নতুন প্রযোজনা “ত্রিনয়নী” মঞ্চস্থ হলো স্থানীয় নজমু নাট্য নিকেতনে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৫ নভেম্বর:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নাটকের শহরে গত বৃহস্পতিবার কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার প্রযোজিত স্থানীয় নজমু নাট্য নিকেতনে কন্নর লোককথা কাহিনী অবলম্বনে মঞ্চস্থ হল “ত্রিনয়নী”। দজ্জাল শাশুড়ী, বউ আর মা নেওটা ছেলের গল্প। দিনের পর দিন চলে সুন্দরী বউয়ের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার, এমন পরিস্থিতিতে বউয়ের দুঃখের কথা যন্ত্রণার কথা বলার একমাত্র অবলম্বন কালীমাতা।দেবী আর তাঁর ভক্তের সম্পর্কের জোরে বিশ্বাসের জোরে বউ তার সাংসারিক জীবনের
জটিলতার মোকাবিলা করে তার নিজের বুদ্ধি বলে। পূরুষ তান্ত্রিক সমাজ ব্যবস্থায় এক নারীর লড়াইয়ের গল্প নিয়ে এই প্রযোজনা। কন্নড় লোককাহিনীকে লোক নাট্যের আদলে নৃত্য, গীত বাদ্যে এবং অভিনয়ের মাধ্যমে পরিবেশিত হয়। নাটক নির্মাণ পরিকল্পনায় অয়ন জোয়ারদার, আলোক শিল্পী কমল বসাক, আবহ গীত বাদ্্যে প্রদীপ কুন্ডু, কেয়া দাস,সমুদ্রনীল সাহা,সায়ন দাস, পার্থ দাশগুপ্ত, বিশ্বনাথ দেবশর্মা, অজয় রায়। রূপসজ্জায় পার্থ দাশগুপ্ত। অভিনয়ে সংঘমিত্রা রায় চৌধুরী, জয়ন্তী পাল সাহা, গৌতম পাল, পিউ রায় মন্ডল, সুশান্ত বণিক,সবুজ বরণ বসাক, দিশা মন্ডল, বিক্রম পাল, রাহুল সাহা।মঞ্চ,পোশাক ও নির্দেশনায় বিভু ভূষণ সাহা। নৃত্য, গীত, ও সকলের অভিনয়ে সুন্দর একটি প্রযোজনা উপহার দিল কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার। তবে এই প্রযোজনায় অভিনয়ে নজর কেরেছে তাই নয় অসাধারন অভিনয় করে দর্শকদের হৃদয়ে দাগ কেটেছে বউমা চরিত্রে সংঘমিত্রা রায় চৌধুরী এবং শাশুড়ী চরিত্রে জয়ন্তী পাল সাহার অভিনয়।যা অনেকদিন মনে থাকবে।