October 11, 2024

গোষ্ঠ উৎসব উপলক্ষে রায়গঞ্জের রাস্তায় স্বর্গের দেবদেবীরা

1 min read

গোষ্ঠ উৎসব উপলক্ষে রায়গঞ্জের রাস্তায় স্বর্গের দেবদেবীরা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২১ নভেম্বর:শ্রীকৃষ্ণের গোষ্ঠ লীলা উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের রাস্তার মাঝে স্বর্গের দেব দেবীদের নিয়ে মেতে উঠতে দেখা গেল গতকাল সোমবার বিকেলে। দেখা গেল বলরামকে লাঙল হাতে নিয়ে আর শ্রীকৃষ্ণকে বাঁশরী হাতে।সঙ্গে দেখা গেল গোপ গোপিনিদের।

 

শুধু মাটির পুতুল নিয়েই নয় সঙ্গে জীবন্ত দেবদেবী রায়গঞ্জের আকাশ বাতাস মুখরিত করে তুলেছে।শ্রীকৃষ্ণের গোষ্ঠ উৎসব এই রাজ্যের সর্বত্র তেমন ভাবে পালিত না হলেও উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে সুদীর্ঘ ৯৭ বছর ধরে এই উৎসব পালন করা হয়।এবারের উৎসব ছয় দিন ধরে চলবে। শোভা যাত্রার সূচনা হয় গোপাল বান্ধব পাঠশালা থেকে।শোভাযাত্রার প্রথমেই স্থান পায় শ্রীকৃষ্ণ এবং বলরাম।পরবর্তীতে স্থান পায় প্রয়াত গোপাল চন্দ্র মণ্ডলের সুসজ্জিত প্রতিকৃতি,এর পর নানা সাজে সুসজ্জিত নারী পুরুষের দল।ছয় দিনের এই অনুষ্ঠানে স্থান পাবে যেমন পদাবলী কীর্তন,গম্ভীরা, যাত্রা পালা,লোকনাট্য খন পালা সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।এদিনের শোভা যাত্রায় অংশ গ্রহন করেন রায়গঞ্জ পৌর সভার উপ পৌররাসাশক অরিন্দম সরকার সহ বিশিষ্ট জনেরা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের স্বর্গীয় গোপাল চন্দ্র মন্ডল প্রবর্তিত এই ঐতিহ্যপূর্ন গোষ্ঠ উৎসব দেখার জন্য রায়গঞ্জের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থেকে।যা এক কথায় অভিনব উদ্যোগ বলা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *