কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সমিতি বন্ধ থাকা রাধিকাপুর_দিল্লএক্সপ্রেস চালুর দাবিতে আন্দোলনের পথে
1 min readকালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সমিতি বন্ধ থাকা রাধিকাপুর_দিল্লএক্সপ্রেস চালুর দাবিতে আন্দোলনের পথে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৬ নভেম্বর:রবিবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ প্রেস ক্লাব ভবনে এক সভায় দুই বছর ধরে বন্ধ থাকা রাধিকাপুর_ দিল্লী সীমান্ত এক্সপ্রেস অবিলম্বে পুনরায় চালু করবার জন্য আন্দোলনে নামার কথা জানিয়ে দিলেন কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সমিতি। সংস্থার সভাপতি ও সম্পাদক যথাক্রমে কানাই শেঠ এবং সন্দীপ কুমার ধর বলেন কলিয়ে মানুষ অনেক দিন ধরে অপেক্ষা করেছিল।কিন্তু আমাদের সাংসদ দেবশ্রী চৌধুরী এই গুরুত্বপূর্ন ট্রেনটি চালু করবার জন্য কোন উদ্যোগ নিলেন না।
।কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সমিতির পক্ষ থেকে আওয়াজ তোলা হয় করোনার সময় থেকে রাধিকা পুর _,দিল্লী ট্রেন বন্ধ রাখা হয়েছিল একটি কারনে জন্য। কিন্তু রেল দপ্তর বর্তমানে এই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ন ট্রেনটি কোন কারন ছাড়াই এই এলাকার মানুষদের চরম অসুবিধার মধ্যে রেখে দিয়েছে।কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সমিতির সম্পাদক সন্দীপ কুমার ধর বলেন দক্ষিণ দিনাজপুর জেলার সাংসদ সুকান্ত মজুমদার যেখানে বালুরঘাট এলাকার জন্য একের পর এক নূতন নুতন ট্রেন এনে দিচ্ছে সেখানে আমাদের রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী নূতন ট্রেন দেওয়াতো দূরের কথা রাধিকা পুর _দিল্লীর মত গুরুত্বপূর্ন ট্রেনটি রেল দপ্তর বন্ধ করে রাখলেও দীর্ঘদিন তাকে বলেও কোন কাজ হচ্ছেনা।সামনেই লোকসভা নির্বাচন অবিলম্বে ট্রেনটি চালুর ব্যাপারে সাংসদ দেবশ্রী চৌধুরী যাতে চালু করবার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন তার কাছেও দাবি জানাবেন বলে জানান।আজকের সভায় কালিয়াগঞ্জ পৌর সভার অধীন বিবেকানন্দ রোড শিমুলতলা বেহাল রাস্তার সংস্কারের কাজ যাতে অবিলম্বে শুরু করে তার জন্য আগামী দুই এক দিনের মধ্যেই একটি ডেপুটেশন দেবার সিদ্ধান্ত গ্রহণ করে বলে সম্পাদক সন্দীপ কুমার ধর জানান।তিনি বলেন কালিয়াগঞ্জ পৌর সভায় এত খারাপ রাস্তা এই পৌর শহরের মানুষ দেখেনি কোনদিন।অবিলম্বে রাস্তার সংস্কারের কাজ শুরু না করলে ব্যাপক আন্দোলনের পথে যেতে বাধ্য হবে বলে জানান।কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সমিতির সভায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি ড:চিন্ময় দেবগুপ্ত,প্রসূন দাস,প্রকাশ কুন্ডু,উৎপল সেন,রাধিকা রঞ্জন দেবভুতি এবং শান্তনু চক্রবর্তী সহ অনেকেই।