January 10, 2025

কালিয়াগঞ্জ বিচিত্রা ক্লাবের দুর্গা পূজায় নবমীর আচার নিষ্ঠার সাথে পূজার দৃশ্য

1 min read

কালিয়াগঞ্জ বিচিত্রা ক্লাবের দুর্গা পূজায় নবমীর আচার নিষ্ঠার সাথে পূজার দৃশ্য_

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২৩অক্টোবর:বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের সোমবার ছিল মহানবমী।দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছে বঙ্গবাসী। মহানবমীর সকালে কালিয়াগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র ১০ রাজ্য সড়কের নেতাজি সুভাষ রোডে অবস্থিত বিচিত্রা ক্লাবের দুর্গা পূজা ৫২ বছরে পা রাখলো।

 

ক্লাবের সভাপতি রবীন্দ্র নাথ কুন্ডু জানালেন তাদের ক্লাবের মায়ের পূজা প্রতিবছরই ডাকের সাজের হয়ে থাকে।এবারেও হয়েছে।৫২বছর ধরে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে তাদের পূজা হয়ে আসছে।এই মাত্র নবমী পূজা শেষে মায়ের কাছে সবাই অঞ্জলী দিয়ে প্রার্থনা জানালো মা সবাইকে সুস্থ রেখো,সবাইকে ভালো রেখো।সবাইকে শক্তি দাও।দেশের দশের মঙ্গল করো। পূজা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ক্লাব সদস্য তপন মজুমদার,চন্দন চক্রবর্তী,ব্রততী দাস,পত্রবলি চক্রবর্তী,পম্পি নায়েক,দুলালী সাহা,সুব্রত রায় সহ অনেকেই।বিচিত্রা ক্লাবের প্রবীণ সদস্য চন্দন চক্রবর্তী বলেন এবারের পূজায় বিগত বছরের তুলনায় মানুষের ভিড় ছিল প্রতিদিন চোখে পড়ার মত।

2 thoughts on “কালিয়াগঞ্জ বিচিত্রা ক্লাবের দুর্গা পূজায় নবমীর আচার নিষ্ঠার সাথে পূজার দৃশ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *