কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে গীতাঞ্জলি মহিলা নাট্য গোষ্ঠীর প্রথম প্রয়াস”দাওয়াই”
1 min readকালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে গীতাঞ্জলি মহিলা নাট্য গোষ্ঠীর প্রথম প্রয়াস”দাওয়াই”
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ, ৫ই অক্টোবর: বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার নাটকের শহর কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে মানিক রায় চৌধরী রচিত ও নির্দেশনায় গীতাঞ্জলি মহিলা নাট্য গোষ্ঠীর প্রথম প্রয়াস”দাওয়াই” মঞ্চস্থ হয়।নাটকে আমাদের মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন বাস্তব চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়ছে শাশুড়ি ও বৌমার নিত্য দিনের চূড়ান্ত সমস্যার সমাধানে একটি মাত্র দাওয়ায় য়ে সংসারে বৌমা ও শাশুরির মধ্যে চীর দিনের অশান্তির মেঘ নিমেষের মধ্যে মিটে যায়।যে শাশুরি অত্যাধুনিক বৌমাকে কোন ভাবেই মেনে নিতে পারতেন না,পারতেন না বৌমা বিউটি পার্লারে প্রতিদিন গিয়ে কাজ করুক, সেই শাশুরিকে বৌমার মায়ের বুদ্ধি পরামর্শে একটি স্মার্ট ফোন কিনে দেবার পর বৌমার চেয়েও শাশুরি অত্যাধুনিক হয়ে যাবার পর যেন অশান্তির সংসারে শান্তি ফিরে এসে সুখের সংসারে পরিণত হয়।
একটি স্মার্ট ফোনের মাধ্যমে শাশুরির মন জয় করার অভূতপূর্ব কৌশল ফুটেওঠে বলে গীতাঞ্জলি মহিলা নাট্য গোষ্ঠীর যুগ্ম সভাপতি জয়ন্তী সরকার ও বাসনা সরকার জানান।নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করে উপস্থিত দর্শকদের মনে দাগ কাটতে সমর্থ হয়েছে যথাক্রমে শুভসিনির ভূমিকায় অভিনয় করেছেন _অনু মোদক,চৌধরী বাবুর ভূমিকায়অঞ্জলী সরকার,তন্দ্রার ভূমিকায় _সুপর্ণা রায়,সুমিতের ভূমিকায়বেবি এক্কা,অমল বাবুর চরিত্রে অভিনয় করেন বাসনা সরকার,মেনকার চরিত্রে অভিনয় করেন মিতা পাল এবং বৌমার মায়ের চরিত্রে অভিনয় করেন মৌসুমী চক্রবর্তী। নাটকটি মঞ্চস্থ হবার পূর্বে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা, উপ পৌর পিতা ঈশ্বর রজক এবং কালিয়াগঞ্জ কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপিকা তথা বঙ্গরত্ন ড: মমতা কুন্ডুকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় গীতাঞ্জলি মহিলা নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে।গীতাঞ্জলি মহিলা নাট্য গোষ্ঠীর সদস্যরা সমবেত সঙ্গীত পরিবেশন করলে উপস্থিত দর্শক অভিনন্দন জানায়।
নাটক দেখে মুগ্ধ হয়ে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা গীতাঞ্জলি মহিলা নাট্য গোষ্ঠীকে দুই হাজার টাকা উপহার দেন।নাটকের আবহ সঙ্গীতে ছিলেন অভিলাসা মোদক,আলো কমল বসাক,সাজসজ্জায়_প্রদ্যুৎ তালুকদার।