January 10, 2025

রায়গঞ্জের সোনার মেয়ে সোনিয়া এশিয়াডে অংশ গ্রহণ করতে ২৬ শে সেপ্টেম্বর পাড়ি দিচ্ছে চীনের উদ্দেশ্যে

1 min read

রায়গঞ্জের সোনার মেয়ে সোনিয়া এশিয়াডে অংশ গ্রহণ করতে ২৬ শে সেপ্টেম্বর পাড়ি দিচ্ছে চীনের উদ্দেশ্যে

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ২০ সেপ্টেম্বর:উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সোনার মেয়ে সোনিয়া বৈশ্য এশিয়াডে ৪+৪০০ মিটার মহিলাদের মিক্সড টিমের রিলেতে অংশ নিতে আগামী ২৬ সে সেপ্টেম্বর চিনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে বলে বুধবার জানালেন সোনিয়ার বাবা বরেন বৈশ্য।বাবা বরেন বৈশ্য বলেন দশ দিন আগে তার মেয়ে সোনিয়া চন্ডীগড়ে ফিটনেস ট্রায়ালে ৫৩,৩২ সেকেন্ডে ৪০০ মিটার দৌড় শেষ করে বলে জানান।তিনি বলেন চিনের হাংঝোগামী দলে সোনিয়াকে রাখা হয়েছে ৪+৪০০মিটার মহিলাদের ও মিক্সড টিমের রিলেতে।আগামী ২৩ সেপ্টেম্বর থেকে খেলা শুরু হয় আগামী ৮ ই অক্টোবর পর্যন্ত চলবে বলে বরেন বৈশ্য জানান।

সোনিয়ার বাবা বরেন বৈশ্য বলেন তার মেয়ে সোনিয়া গত দুই মাস ধরে কেরলের তিরুবন্তপূরমে অনুশীলন করে।সম্প্রতি সেই শিবির শেষ হয়েছে।বাবা বরেন বৈশ্য বলেন তার মেয়ে সোনিয়ার বর্তমানে একটাই লক্ষ দেশের হয়ে পদক জিতে দেশের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার নাম খেলা ধুলার ক্ষেত্রে উজ্বল করা।

সোনিয়ার বাবা বরেন বৈশ্য বলেন তার মেয়ে সোনিয়া লেখাপড়ার সাথে সাথে খেলাধুলায় যথেষ্টই পারদর্শী ছিল।সোনিয়া রায়গঞ্জের সেন্ট জেভিয়ার্স বিদ্যালয়ে থাকার সময় থেকেই সে বিশিষ্ট দৌড় প্রশিক্ষক কে সি রায়ের কাছে চন্ডিতলায় দৌড়ের প্রশিক্ষণ নেয়।পরবর্তীতে শিলিগুড়িতে প্রশিক্ষক অরবিন্দ দের কাছেও বেশ কিছুদিন প্রশিক্ষণ নেয় বলে জানান।সোনিয়া ২০১৭ সালে চেন্নাইয়ের ন্যাশনাল গেমসে ব্যক্তিগত বিভাগে ৪০০ মিটার দৌড়ে রূপো পায়।পরবর্তীতে গতবছর ব্যাঙ্গালুরুতে ওপেন ন্যাশনালে ৪+৪০০ মিটার দৌড়ে মহিলাদের মিক্সড টিমের রিলেতে সোনা পায় ব্যক্তিগত বিভাগে।সোনার মেয়ে সোনিয়ার মা মমতা বৈশ্য এক সাক্ষাৎকারে বলেন তার মেয়ে খেলার জন্যই ২০২০ সালে রেলে চাকরি পেয়েছে।তার বিশ্বাস তার মেয়ে সোনিয়া এবার চিনের হাংঝোতে এশিয়াডের মাঠে নেমে দেশের মুখ উজ্বল করবেই বলে তার বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *