নদী দূষণ রুখতে বিরাট পদক্ষেপ নিল কালিয়াগঞ্জ পুরসভা! দেখলেই হবে জরিমানা!
1 min readনদী দূষণ রুখতে বিরাট পদক্ষেপ নিল কালিয়াগঞ্জ পুরসভা! দেখলেই হবে জরিমানা !
কালিয়াগঞ্জের প্রাণকেন্দ্র শ্রীমতী নদী। এবার সেই শ্রীমতী নদী অপরিষ্কার করলেই দিতে হবে ৫০০ টাকা জরিমানা। সম্প্রতি এমনই নির্দেশিকা জারি করেছে কালিয়াগঞ্জ পৌরসভা। শ্রীমতি নদীকে জঞ্জাল মুক্ত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে কালিয়াগঞ্জ পুরসভা। কিন্তু তারপরেও দেখা গিয়েছে অনিয়ম। এবার অনিয়ম রুখতে নাগরিকদেরই দায়িত্ব দিল পুরসভা। নাগরিকরা পৌরপতির হোয়াটসঅ্যাপে ছবি পাঠালেই সেক্ষেত্রে অভিযুক্তকে দিতে হবে স্পট ফাইন।
পৌরসভার পৌরপতি রাম নিবাস সাহা জানান আজ বহুদিন ধরে শ্রীমতি নদীর তীরে কিছু মানুষ নোংরা আবর্জনা এছাড়াও পুজোর ফুল, ঠাকুর বিসর্জনের প্রতিমা ফেলেন। এরফলে নদী দূষিত হয়ে যাচ্ছে। তাই পৌরসভা থেকে স্পট জরিমানার ব্যবস্থা করা হয়েছে। নদীর জল দূষণ রুখতে ৫০০ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। নদীর আশে পাশে ইতিমধ্যে কড়া নজরদারির ব্যবস্থা করেছে পৌরসভা।উল্লেখ্য, জেলার কালিয়াগঞ্জের শ্রীমতী নদী। একসময় এই নদী দিয়ে জল বয়ে যেত। তবে বেশ কয়েক বছর ধরে এই নদীর বুকে জল নেই। কারণ এই শ্রীমতী নদীকে এলাকার কিছু মানুষ নিজেদের সুবিধার্থে নদীকে ডাস্টবিনে পরিণত করে দিয়েছিল। যার ফলে নদীর শুকিয়ে গিয়ে নদীর ভিতর থেকে শুধু নোংরা আবর্জনা বের হয়ে আসত।সম্প্রতি পৌরসভা নদী সংস্কার করে তার চার পাশে বিভিন্ন ধরনের গাছ লাগানোর ব্যবস্থা করেছে। তার পাশাপাশি নদীর আশেপাশের গাছ গুলোতে ২৫ টির ও বেশি ফেস্টুন লাগানো হয়েছে। যেখানে বড়ো বড়ো অক্ষরে লেখা আছে নদীতে নোংরা আবর্জনা ফেলবেন না অন্যথায় ৫০০ টাকার জরিমানা করা হবে। কালিয়াগঞ্জ পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পৌরএলাকার সাধারণ মানুষ সহ নদী বাঁচাও কমিটির সদস্যরাও।
1xBet promo code free can guarantee you the maximum bonus 100%, all other 1xbet codes do not give you such bonuses. The number of promo codes issued is limited by the terms of the promotion. 1xbet casino promo code After the expiration of the promotion, it is the turn to issue a new batch of codes, which are published on our website always up-to-date and working promo codes for 1xbet.