মুরগির মলের গন্ধে অতিষ্ট হয়ে পোল্ট্রি ডিমের ফ্যাক্টরির সামনে বিক্ষোভ দেখলো গ্রামবাসীরা
1 min readমুরগির মলের গন্ধে অতিষ্ট হয়ে পোল্ট্রি ডিমের ফ্যাক্টরির সামনে বিক্ষোভ দেখলো গ্রামবাসীরা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১০ সেপ্টেম্বর: পোল্ট্রি ডিমের ফ্যাক্টরির মুরগির মলের গন্ধে অতিষ্ঠ হয়ে ভেলাই গ্রামের গ্রামবাসীরা পোল্ট্রি কারখানার সামনে বিক্ষোভ দেখলো শনিবার।ভেলাই গ্রামের বিক্ষোভ কারীদের অভিযোগ গত বছর এই গ্রামে বিশাল আকারের একটি পোল্ট্রি ডিমের ফ্যাক্টরি শুরু হয়।সেই সময় গ্রামবাসীরা অভিযোগ করেছিল এখানে ডিমের কারখানা স্থাপন হলে গ্রামের লোকদের অসুবিধা হবে।তারা প্রথমে বাধা দিয়ে ছিল।কিন্তু উদ্যোক্তারা গ্রামবাসীদের জানায় তারা এমন ধরনের ঔষুধ প্রয়োগ করবে যার ফলে কোন দুর্গন্ধ গ্রামবাসীরা পাবেনা।
কিন্তূ গ্রাম বাসীরা বলেন তাদের যা বলা হয়েছিল তার উল্টা কাজ শুরু হয়েছে। মুরগির মলের গন্ধে পাড়ার শিশু থেকে বৃদ্ধ কেও গন্ধের কারনে বাড়িতে থাকতে পারছেনা।শিশুরা অসুস্থ বোধ করছে।তাদের দাবি অবিলম্বে পোল্ট্রি ডিমের কারখানার ডিমের উৎপাদন বন্ধ করতে হবে।পোল্ট্রি ডিমের কারখানার সুপারভাইজার বিদ্যুৎ চৌধুরী গ্রাম বাসীদের বলেন এরকম ধরনের গন্ধ এই কারখানা থেকে বের হবার কথা নয়।হয়তো বা দুই একদিন কোন ভাবে গন্ধটা বেরিয়ে পড়েছে তবে আমরা সেটা বন্ধ করবার ব্যাবস্থা নিয়েছি ভবিষ্যতে আর এমন গন্ধ যাতে না বের হয় সেদিকে আমরা নজর রাখবো বলে গ্রাম বাসীদের জানান। গ্রামবাসীদের দাবি এর মধ্যে কোন ভাবে যদি পুনরায় মুরগির মলের গন্ধ বের হয় তাহলে কোন ভাবেই এই কারখানা আমরা এই পাড়ার কাছে থাকতে দেবনা বলে হুমকি দেয়।গ্রাম বাসীরা বলেন তারা কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রশান্ত রায় এবং কালিয়াগঞ্জ থানার আই সি সুবল ঘোষের কাছে গ্রামবাসীরা মিলিতভাবে আবেদন করবে অবিলম্বে তারা ঘটনাস্থলে এসে সরেজমিনে তদন্ত করে এই পরিবেশ দূষনের হাত থেকে যাতে গ্রামবাসীরা মুক্তি পেতে পারে তার ব্যাবস্থা করতে।