গাছ দিয়ে ছাদ বাগান বানিয়ে তাক লাগালেন এই দম্পতি
1 min readগাছ দিয়ে ছাদ বাগান বানিয়ে তাক লাগালেন এই দম্পতি
দেবব্রত চক্রবর্তী ইসলামপুর দুষ্প্রাপ্য গাছ দিয়ে ছাদ বাগান বানিয়ে তাক লাগালেন এই দম্পতি । ইসলামপুর শহরে কলেজপাড়া এলাকায় বাদল হাওলাদার ও তার স্ত্রী দীপ্তি হাওলাদার ছাদবাগান বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন । অবসর সময় কাটাতে দুষ্প্রাপ্য গাছ দিয়ে ছাদ বাগান বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন স্বামী, স্ত্রী ।
বাড়ির ছাদে হরেক রকম ফুল ফল ও শাক সবজির সমারোহ। ইসলামপুর শহরে কলেজপাড়া এলাকায় বাদল হাওলাদার ও তার স্ত্রী দীপ্তি হাওলাদার ছাদবাগান বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন । প্রায় ৬০০০ প্রজাতির ফুল ফল ভেষজ ঔষধ-সহ বিভিন্ন গাছ লাগিয়েছেন তাদের ছাদে। বাগান দেখতে স্থানীয় লোকও যেমন ভিড় করছে তেমন ছাদ বাগানের উপকারিতা সম্বন্ধেও বলেন বাদল বাবু।বাদল বাবু জানান তাঁর সংগ্রহ গাছের মধ্যে যেমন রয়েছে দারচিনি ,এলাচ, গোলমরিচ-সহ মিয়াজাকি আমের গাছ বিভিন্ন প্রজাতির ফুলের গাছ কমলালেবু ছয় প্রজাতির -সহ মৌসুমী লেবু ,নাগপুরী কমলা বেদানা, সবেদা ও বিভিন্ন গাছ।বাদল বাবু বলেন এই গাছ লাগাতে তাঁর স্ত্রী তাঁকে সব রকম ভাবে সাহায্য করেন ।দীপ্তি হাওলাদার বলেন প্রতিটি গাছ আমার কাছে সন্তান সম। গাছের কোনও অসুখ করলে মন খারাপ করে। সংসারের কাজ সেরে এই গাছের পরিচর্যায় তিনি সবসময় করে আসছেন। দৈনন্দিন কাজের ফাঁকে ফাঁকে বাড়ির ছাদে ফল-ফুল, শাকসবজি ও বিভিন্ন ঔষধির গাছ লাগিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এই দম্পতি ।