একটা গোটা গ্রামের রুটি রুজি সুগন্ধি পাতাতেই
1 min readএকটা গোটা গ্রামের রুটি রুজি সুগন্ধি পাতাতেই
সুগন্ধি তেজপাতা প্যাকেটজাত করেই পেটের ভাত যোগাচ্ছেন বালাস গ্রামের মানুষ.অনেকেই হয়তো জানে না এমন কিছু গ্রাম আছে যেখানকার বেশির ভাগ মানুষ গাছের পাতার উপর নির্ভর করে বেঁচে আছে। সকাল থেকে সন্ধে দিনের বেশিরভাগ সময় গাছ থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে বস্তায় ঢোকানোই তাদের কাজ। যে যত পাতা গাছ থেকে ছিঁড়তে পারবে তার তত বেশি রোজগার। এমনই একটি গ্রাম হল উত্তর দিনাজপুরের বালাস গ্রাম।
এই গ্রামের মানুষদের জীবন জীবিকার প্রধান মাধ্যম হল তেজপাতা। তেজপাতা শুকিয়ে প্যাকেটজাত করে এই গ্রামের বাসিন্দারা মাথাপিছু প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা আয় করেন। গাছ থেকে পাতা কেটে বাছাই করে তা শুকিয়ে প্যাকেট করে পাঠানো হয় রাজ্যের বিভিন্ন জেলায়। পাশাপাশি এই তেজপাতা দেশের বিভিন্ন প্রান্তেও রফতানি করা হয়ে থাকে।গ্রামের বাসিন্দা মনিকা দেবশর্মা জানান, তাঁরা বহু বছর ধরে এই কাজটি করে আসছেন।