January 10, 2025

শিক্ষক দিবসে নর্থ বেঙ্গল এলিট একাডেমির মাধ্যমে ফার্মেসি ডিপ্লোমা কোর্সের যাত্রা

1 min read

শিক্ষক দিবসে নর্থ বেঙ্গল এলিট একাডেমির মাধ্যমে ফার্মেসি ডিপ্লোমা কোর্সের যাত্রা

তপন চক্রবর্তী,  মঙ্গলবার শিক্ষক দিবসকে উপলক্ষ করে উত্তর দিনাজপুর জেলার করণ দীঘির বিকরের নর্থ বেঙ্গল এলিট কলেজে দুই বছরের ফার্মেসি কোর্সের উদ্বোধন হয়।উদ্বোধন করেন নর্থ বেঙ্গল এলিট কলেজের সম্পাদক মহম্মদ আবুল কালাম।

 

তিনি তার উদ্বোধনী ভাষণে বলেন উত্তর দিনাজপুর সবদিক দিয়ে পিছিয়ে থাকলেও শিক্ষার ক্ষেত্রে সব থেকে এই জেলা অন্যান্য জেলা থেকে অনেক পিছিয়ে আছে।আমরা আমাদের নর্থ বেঙ্গল এলিট কলেজের মাধ্যমে এই এলাকার মেধাবী ছাত্র ছাত্রীদের আহ্বান জানাচ্ছি তারা দুই বছরের এই ফার্মেসি কোর্সের শিক্ষা নিয়ে ভবিষ্যতে তারা কিছু একটা জীবিকার সন্ধান পাবার সুযোগ করে নিতে পারবে।মহম্মদ আবুল কালাম বলেন তাদের তাদের নর্থ বেঙ্গল এলিট একাডেমী এই অঞ্চলে দীর্ঘদিন থেকে ডি এল এড কলেজ চালিয়ে আসছে।

 

তিনি বলেন আমরা শুধু ডি এল এড শিক্ষার মধ্য দিয়ে যুবক যুবতীদের শিক্ষকতার প্রশিক্ষণের মধ্যেই সীমাবদ্ধ রাখবনা।আমরা চাই স্বাস্থ্য বিভাগের এমন কিছু প্রশিক্ষণ নিক এলাকার যুবক যুবতীরা যাতে ভবিষ্যতে নিজের জীবন তৈরির সাথে সাথে সমাজকেও কিছু দিতে পারে।

 

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে শিক্ষক দিবস পালন করে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েএই অনুষ্ঠানকে ঘিরে এলাকার মানুষদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছাস দেখা যায়।অনুষ্ঠানে এলাকার যে সমস্ত বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন তারা হলেন জেলা পরিষদের সদস্য কৃষ্ণ সিংহ রায় চৌধুরী, করণদিঘি সমিতির সভাপতি পারভিন রাজা, জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, সরকারি সভাপতি করণদিঘী পঞ্চায়েত সমিতির খগেন দাস, করণদিঘি পঞ্চায়েত সমিতির সদস্য রেজাউল করিম এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন হাইস্কুল ও প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ছাড়াও বিভিন্ন সমাজ সেবীরা।

6 thoughts on “শিক্ষক দিবসে নর্থ বেঙ্গল এলিট একাডেমির মাধ্যমে ফার্মেসি ডিপ্লোমা কোর্সের যাত্রা

  1. Sign up with promo code 1xBet and get a €/$130 bonus. Play sports betting, virtual sports and casino. 1xBet is offering a $130 welcome bonus to new customers. To receive the bonus, players must register on the 1xBet website, deposit money into their account, and confirm their right to receive the bonus. The bonus is then automatically credited to the player’s account. 1xbet no deposit bonus code Thanks to the bonus code, the player’s chances are instantly increased by 130%. Additional bonuses offered under the same conditions as the main package bonus must be earned.

  2. Admiring the time and effort you put into your website and
    detailed information you present. It’s great to come
    across a blog every once in a while that isn’t the same
    outdated rehashed material. Excellent read! I’ve bookmarked
    your site and I’m including your RSS feeds to my Google account.

  3. I got this site from my buddy who informed me on the topic of this site and now this
    time I am visiting this web site and reading very informative articles
    or reviews here.

  4. I’ve been browsing online greater than 3 hours nowadays, but I by no means found any interesting article like
    yours. It’s lovely value enough for me. In my opinion, if all webmasters and bloggers made just
    right content material as you did, the web can be much more useful than ever
    before.

  5. Terrific work! This is the type of info that are meant to be shared across the internet.

    Disgrace on Google for now not positioning this submit higher!
    Come on over and consult with my web site . Thank you =)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *