কলকাতায় আন্তর্জাতিক করাটে প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর স্পোর্টস কারাটে একাদেমির ছাত্রছাত্রীদের ব্যাপক সাফল্য
1 min readকলকাতায় আন্তর্জাতিক করাটে প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর স্পোর্টস কারাটে একাদেমির ছাত্রছাত্রীদের ব্যাপক সাফল্য
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১ আগস্ট: গত ২৯ ও ৩০ জুলাই কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এআই এসএসকেএফ এর উদ্যোগে এবং কারাটে _দো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সহযোগিতায় দুই দিনের আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এই প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর জেলার স্পোর্টস কারাটে একাডেমীর ২৪ জন সদস্য অংশগ্রহন করে বিভিন্ন বিভাগে পুরস্কৃত হন বলে জানান উত্তর দিনাজপুর স্পোর্টস কারাটে একাডেমির প্রধান প্রশিক্ষক শিহান শিবু কর্মকার। এই চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে স্বপন ব্যানার্জী সভাপতি বেঙ্গল অলিম্পিক অ্যসোসিয়েশন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হানশি ভারত শর্মা সহ বিশিষ্ট জনেরা।
উত্তর দিনাজপুর স্পোর্টস কারাটে একাডেমির যে সমস্ত সদস্য রা বিভিন্ন বিভাগে সাফল্য লাভ করেছে তারা হল ১)ঈশানি সেনগুপ্ত-কাতায় সোনা।২) রুচিকা দাস-কাতায় রুপা।৩)শ্রদ্ধা পাল-কাতায় ব্রোঞ্জ,কুমিতেতে রুপা। ৪) শ্রীনিতা চন্দ-কাতায় সোনা, কুমিতেতে রুপা, গ্রুপ কাতায় ব্রোঞ্জ।৫) রাজশ্রী দাস-কাতায় রুপা, কুমিতেতে ব্রোঞ্জ, গ্রুপ কাতায় রুপা ৬)দিপান্নিতা কাহার-কাতায় রুপা, গ্রুপ কাতায় ব্রোঞ্জ ৭)আরাত্রিকা সরকার-কাতায় ব্রোঞ্জ, কুমিতেতে ব্রোঞ্জ।৮)ত্রিশা রায়-কাতায় রুপা, গ্রুপ কাতায় রুপা।
৯)শ্রীষা সোনার- কাতায় সোনা,কুমিতেতে সোনা, গ্রুপ কাতায় রুপা।১০)মধুমিতা রায়-কাতায় রুপা, গ্রুপ কাতায় ব্রোঞ্জ।১১)রিঙ্কি সাহা – কাতায় ব্রোঞ্জ, গ্রুপ কাতায় ব্রোঞ্জ।১২) মামোন রায়-কাতায় সোনা, কুমিতেতে সোনা, গ্রুপ কাতায় ব্রোঞ্জ ১৩)প্রিয়াংশু সাহা-কাতায় ব্রোঞ্জ।১৪) পর্ণাভো সাহা -কাতায় ব্রোঞ্জ।১৫)কৃষ্ণা সোনকার খাতিক- কাতায় সোনা, গ্রুপ কাতায় সোনা।১৬) শিবু সরকার -কাতায় ব্রোঞ্জ।১৭)পৃথ্বীরাজ চৌধুরী- কাতায় সোনা, কুমিতেতে রুপা।১৮)সৌবন বকশী-কাতায় সোনা।
১৯)দেব রজক কাতায় রুপা ২০)সৌরভ রায়-কাতায় সোনা, কুমিতেতে ব্রোঞ্জ, গ্রুপ কাতায় সোনা।২১)বিপ্লব মন্ডল-কাতায় রুপা, গ্রুপ কাতায় সোনা। ২২) বুবাই কর্মকার-কাতায় ব্রোঞ্জ।২৩) হিমাকসী কুন্ডু-কাতায় রুপা।২৪) সুস্মিতা মাহাত -গ্রুপ কাতায় ব্রোঞ্জ।৭তম আন্তর্জাতিক কারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় বেশ কয়েকটি দেশ অংশ গ্রহন করে বলে জানান শিহান শিবু কর্মকার।