January 9, 2025

কালিয়াগঞ্জ পৌর সভায় কোরাম নাহলেও গুরুত্বপূর্ন মনগড়া সিদ্ধান্ত লিপিবদ্ধ হচ্ছে বিজেপির বিরোধী দলকে না জানিয়েঅভিযোগ

1 min read

কালিয়াগঞ্জ পৌর সভায় কোরাম নাহলেও গুরুত্বপূর্ন মনগড়া সিদ্ধান্ত লিপিবদ্ধ হচ্ছে বিজেপির বিরোধী দলকে না জানিয়েঅভিযোগ

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩১ জুলাই: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ তৃণমুল পরিচালিত পৌর সভায় মিটিংয়ে কোরাম না হলেও বিজেপিকে অন্ধকারে রেখে অগণতান্ত্রিক উপায়ে মনগড়া রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন করা হচ্ছে বলে পৌর সভার বিজেপির বিরোধী দলের মুখপাত্র তথা পৌর সভার ১০ নম্বর ওয়ার্ডের কমিশনার গৌরাঙ্গ দাস পৌর সভার চেয়ারম্যানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন।

 

 

তিনি বলেন আমরা চেয়ারম্যানের এই ধরনের কাজের ধিক্কার জানাই।সোমবার কালিয়াগঞ্জ পৌর সভার বোর্ড মিটিংয়ে বিজেপির পৌর সভার মুখপাত্র গৌরাঙ্গ দাস বলেন কালিয়াগঞ্জ পৌর সভার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান কার্তিক পাল পৌর সভার যে সম্পত্তি করেছিল সেগুলোকে ৯৯ বছরের লিজ দিয়ে পৌর সভাকে ব্যাবসায়ী একটি সংস্থা বানিয়ে তুলেছে।তিনি বলেন শুধু তাই নয় কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান রাম নিবাস সাহা এই শহরের যেখানে সেখানে টাওয়ার বসিয়ে শহরের পরিবেশ নষ্ট যেমন করছে তেমনি শহরের ঘরে ঘরে যে সমস্ত পানীয় জলের সংযোগ দেওয়া হচ্ছে সেই জলের নেই কোন গতি একটু একটু করে জল পড়ছে।আসলে।নিম্ন মানের কি পরিমাণ কাজ হয়েছে এবং হচ্ছে এই চেয়ারম্যানের আমলে যা অত্যন্ত নিম্নমানের।যদিও বিজেপির মুখপাত্র গৌরাঙ্গ দাসের সাংবাদিক সন্মেলনের কথার পরিপ্রেক্ষিতে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা বলেন বিজেপি দলের যে কয়েকজন পৌর সভার কাউন্সিলর আছেন তাদের কোন কাজ নেই।

এরা মিটিংয়ে খাতায় সই পর্যন্ত করেন না।এটা অত্যন্ত লজ্জা জনক।পৌর সভায় ভালো কাজ করলে ওদের ভালো লাগেনা।ওরা ভালো কাজেও কোন সহযোগিতা করেনা আমাদের দুর্ভাগ্য। কালিয়াগঞ্জ পৌর সভায় প্রথম থেকে যে ভাবে রেজোলিউশন লিপিবদ্ধ করা হয়ে থাকে এখনো সেই নিয়ম মেনেই পৌর সভার মিটিং হয়ে থাকে। চেয়ারম্যান রাম বিলাস সাহা বলেন পৌর সভার মিটিং কোন ভাবে অবৈধ ভাবে লিপিবদ্ধ করা হচ্ছে যদি প্রমাণ করতে পারে আমি সাথে সাথে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করবো বলে প্রতিশ্রুতি দিচ্ছি।শহরে টাওয়ার বসছে সাধারন মানুষের স্বার্থেই এটা বিজেপির বিরোধী দলের নেতা দের জানা দরকার।চেয়ারম্যান রাম নিবাস সাহা বলেন আজকের সভায় রাস্তা এবং ভাগাড়ের জন্য মোট ১৭৭ লক্ষ টাকার কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাড়াও অমৃত_২ এর ১২৫ কোটি টাকার বেশির ভাগ কাজ পূজার আগেই কালিয়াগঞ্জ শহরের মানুষদের জন্য উন্নয়নের কাজ করবো।আগামী দুই বছরের মধ্যে কালিয়াগঞ্জ পৌর সভাকে একটি মডেল পৌরসভা হিসাবে কালিয়াগঞ্জ বাসীকে উপহার দেবেন বলে প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান রাম নিবাস সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..