জয় দিয়ে যাত্রা শুরু সুব্রত কাপের অনুর্ধ ১৪ ফুটবল খেলায় কালিয়াগঞ্জ কুনোর কেসি বিদ্যালয়ের ছাত্ররা প্রথম খেলায় ৩-০ গোলে দক্ষিণ দিনাজপুর জেলাকে পরাজিত করলো
1 min readজয় দিয়ে যাত্রা শুরু সুব্রত কাপের অনুর্ধ ১৪ ফুটবল খেলায় কালিয়াগঞ্জ কুনোর কেসি বিদ্যালয়ের ছাত্ররা প্রথম খেলায় ৩-০ গোলে দক্ষিণ দিনাজপুর জেলাকে পরাজিত করলো
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩১ জুলাই: সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোর কে সি বিদ্যালয় অনুর্ধ ১৪ সুব্রত কাপের প্রথম খেলায় কলকাতা মাঠে ৩-০ গোলে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ উচ্চ বিদ্যালয় কে হারিয়ে জয় দিয়ে যাত্রা শুরু করলো।
এই খবরে কালিয়াগঞ্জ ব্লকের কুনোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ সরকার বিদ্যালয়ের খেলোয়ারদের অভিনন্দন জানান।বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি তথা কালিয়াগঞ্জের প্রাক্তন বিষয়ক তপন দেব সিংহ বিদ্যালয়ের খেলোয়াড় ছাত্রদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন আমার বিশ্বাস আমাদের ছেলেরা অনুর্ধ ১৪ সুব্রত কাপ আমাদের ঘরেই
এবার আনতে চলেছে।প্রকাশ,গত শুক্রবার কুনোর কে সি বিদ্যালয়ের খেলোয়াড় ছাত্রদের বিদ্যালয় থেকে একটি সম্বর্ধনা দেবার আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান শিক্ষক মনোজ সরকার সহ প্রাক্তন বিধায়ক তথা পরিচালন কমিটির সভাপতি তপন দেব সিংহ,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,তৃণমূল নেতা হিরন্ময় সরকার,লতা দেব শর্মা, শিক্ষক চন্দ্রনাথ সাহা সহ বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকরা উপস্থিত ছিলেন।শনিবার সকালে কুনোর কে সি বিদ্যালয়ের ছাত্ররা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় বলে জানা যায়।
It’s difficult to find experienced people about this
topic, but you seem like you know what you’re talking about!
Thanks