জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের দক্ষ কর্মী সুব্রত সাহার অকাল মৃত্যুতে সাংবাদিক ও লোকশিল্পী মহলে শোকের ছায়া
1 min readজেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের দক্ষ কর্মী সুব্রত সাহার অকাল মৃত্যুতে সাংবাদিক ও লোকশিল্পী মহলে শোকের ছায়া
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৫ জুলাই:উত্তর দিনাজপুর জেলার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের দক্ষ কর্মী সুব্রত সাহার অকাল প্রয়াণে সাংবাদিক মহলেরসাথে জেলার লোকশিল্পী মহলেও।শোকের ছায়া নেমে আসে। জানা যায় গতকাল সোমবার ভোর ৩টা নাগাদ সুব্রত বাবু বুকে ব্যাথা অনুভব করলে তাকে সঙ্গে সঙ্গে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাবার পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পরেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মী সুব্রত সাহার মৃত্যুর খবর ছড়িয়ে
পড়ার সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার সাংবাদিক মহলের সাথে সাথে জেলার লোকশিল্পী মহলে শোকের ছায়া নেমে আসে। উত্তর দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের জেলা আধিকারিক অভিজিৎ বিশ্বাস বলেন একজন কাজের মানুষকে চোখের সামনে হারালাম।তিনি এত অল্প বয়সে চলে যাবেন ভাবতেও পারিনি।ওর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সুব্রত বাবু যেখানেই থাকুক চীর শান্তিতে থাকুন। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের এক সময়কার সহকর্মী কল্যাণ চক্রবর্তী জানান সুব্রতবাবু একজন দক্ষ কর্মী হিসাবে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে সুনাম অর্জন করেছিলেন কাজের মাধ্যমে।তিনি বেশ কয়েকদিন থেকেই অসুস্থ্ শরীর নিয়েই কাজ করেছেন বলে মনে হয়।কল্যাণ বাবু বলেন ভাবতেই পারছিনা আমার কলিক সুব্রত সাহা নেই।তিনি যেখানেই থাকুন ভালো থাকুন।জানা যায় সুব্রত সাহার বাড়ি ছিল মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে।মৃত্যু কালে তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন বলে জানা যায়।রায়গঞ্জ শ্মশানে তার শেষ কৃত্য সম্পন্ন হয়।