উত্তর দিনাজপুর জেলায় বিশ্ব মাতৃ দুগ্ধ পান দিবস উদযাপন_
1 min readউত্তর দিনাজপুর জেলায় বিশ্ব মাতৃ দুগ্ধ পান দিবস উদযাপন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২ আগস্ট: মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়ায় জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা নারী ও শিশু কল্যাণ দপ্তরের সহায়তায় অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ।এই উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা একটি সুসজ্জিত ট্যাবলোর উদ্বোধন করেন ফ্ল্যাগ নাড়িয়ে।
এ ছাড়াও উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা কচিকাঁচাদের জন্য একটি মাতৃ দুগ্ধ পান কেন্দ্রের উদ্বোধন করেন।বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ দিবস উপলক্ষে রায়গঞ্জের কর্ণজোড়ায় এলাকার মায়েদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।যেখানে জেলার বাউল শিল্পী সহ বিভিন্ন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা ছাড়াও ছিলেন অতিরিক্ত জেলা শাসক মানস মণ্ডল,মহকুমা শাসক কিংশুক মাইতি, ডিপিও আই সি ডি এস নার্গিস পারভিন সহ বিভিন্ন অঙ্গনওয়ারি কেন্দ্রের কর্মীগণ ও এলাকার মায়েরা।