উত্তর দিনাজপুর খো খো অ্যাসোসিয়েশনের উদ্যোগে একদিনের সাব জুনিয়র জেলা খো খো
1 min readউত্তর দিনাজপুর খো খো অ্যাসোসিয়েশনের উদ্যোগে একদিনের সাব জুনিয়র জেলা খো খো
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৪ জুলাই:উত্তর দিনাজপুর জেলা খো খো অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ৩রা আগস্ট লক্ষীপুর মহিম চন্দ্র বিদ্যা ভবনের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এক দিনের সাব জুনিয়র খো খো খেলা।উত্তর দিনাজপুর খো খো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বরুণ দাস বলেন এই অনুর্ধ ১৪ সাব জুনিয়র খো খো খেলায়
উত্তর দিনাজপুর জেলার পুরুষ দলে অংশ গ্রহণ করবে ৭ টি দল এবং মহিলা দলের হয়ে অংশ গ্রহণ করবে ৪ টি দল।সংস্থার জেলার সাধারন সম্পাদক বরুণ দাস বলেন আগামী ৩রা আগস্ট লক্ষীপুর মহিম চন্দ্র বিদ্যা ভবনের মাঠে এই খেলার অনুমতি দেওয়ায় তিনি লক্ষীপুর মহিম চন্দ্র বিদ্যা ভবনের প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষক ও , অশিক্ষ্ক কর্মীদের ধন্যবাদ জানান।কালিয়াগঞ্জ শহরের একদিনের অনূর্ধ ১৪ সাব জুনিয়র খো খো খেলাকে কেন্দ্র করে চোখে পড়ার মত তৎপরতা দেখা যায়।