January 9, 2025

প্রতীতির সাহিত্য আসরের আলোচনায় “আমাদের চোখে নজরুল_

1 min read

প্রতীতির সাহিত্য আসরের আলোচনায় “আমাদের চোখে নজরুল

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৩ জুলাই:উত্তর দিনাজপুর জেলার মাসিক সাহিত্য সংস্কৃতি ও কৃষ্টি সংস্থার ৪৬ তম বর্ষের পঞ্চম অধিবেশন অনুষ্ঠিত হয় রবিবার সরলা সুন্দরী স্কুল রোডের অ্যাডভোকেট সুমনা গুহের বাড়িতে।আলোচনার বিষয় উঠে আসে”আমাদের চোখে নজরুল”।অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করে শিশু শিল্পী অংশুমান রায়।বিদ্রোহী কবি নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত শিল্পী,সাহিত্যিক,কবি এবং উপস্থিত শ্রোতা ও দর্শক মন্দাল্লিগন।

নজরুল বিষয়ক “আমাদের চোখে নজরুল” আলোচনায় অংশ গ্রহন করেন তপন কুমার চক্রবর্তী,চন্দ্র নাথ সাহা,নন্দিতা চক্রবর্তী,সুমনা গুহ ,মৃন্ময় কর,কাজল সরকার এবং বিশ্বজিৎ সরকার।অনুষ্ঠনে নজরুল গীতি পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মনীষা কুন্ডু,কৃষ্ণা চক্রবর্তী,তাপস চ্যাটার্জী,তৃপ্তি নাগ,সুচিস্মিতা রক্ষিত এবং অংশুমান রায়।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করে শোনান অমল কৃষ্ণ মণ্ডল,সনাতন তালুকদার এবং বিদ্রোহী কবি নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করে শোনান বাচিক শিল্পী বিপুল মৈত্র।আমার চোখে নজরুল নিয়ে আলোচনায় এই মুহূর্তে নজরুল সবার কাছেই প্রাসঙ্গিক বলে আলোচনায় বিশেষ ভাবে উঠে আসে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রাক্তন সভাপতি তপন কুমার চক্রবর্তী।

সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুচারু রূপে পরিচালনা করেন সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক প্রদীপ রায়।অনুষ্ঠানটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠে উপস্থিত শিল্পীদের যেমন সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে তেমনি আমাদের চোখে নজরুল আলোচনাটি ছিল নজরুলের নানান ধরনের চরিত্রের আলোচনায় তেমনি ছিল স্বরচিত কবিতা ও বাচিক শিল্পী বিপুল মৈত্রের কণ্ঠে নজরুলের আবৃত্তি পাঠ।যাকে এক কথায় অসাধারন বলা যায়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..