কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে শহর ও গ্রামের মানুষদের জন্য শীত তাপ নিয়ন্ত্রিত স্বর্গ রথ প্রদান_
1 min readকালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে শহর ও গ্রামের মানুষদের জন্য শীত তাপ নিয়ন্ত্রিত স্বর্গ রথ প্রদান
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২৩ মে: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি কালিয়াগঞ্জ শহর ও গ্রামের সাধারন মানুষের স্বার্থে একটি শীত তাপ নিয়ন্ত্রিত স্বর্গরথ উৎস্বর্গ করলো। জানা যায় কালিয়াগঞ্জ।পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকারের উদ্যোগে সারে এগারো লক্ষ টাকা ব্যয়ে একটি শীত তাপ নিয়ন্ত্রিত স্বর্গরথ এলাকার মানুষজন ব্যাবহারের জন্য প্রদান করেন।
পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার বলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির এলাকার মানুষের দীর্ঘদিনের একটি চাহিদা পুরন করতে পেরে তিনি ব্যক্তিগত ভাবে ভীষন খুশি বলে জানান।কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সাধারন মানুষের জন্য শীত তাপ নিয়ন্ত্রিত স্বর্গরথ প্রদান। করায় সবাই খুশি পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকারের কাজে। জানা যায় শীত তাপ নিয়ন্ত্রিত স্বর্গ রথের মূল্য সারে এগারো লক্ষ টাকা।যে অর্থ ১৫ ফাইন্যান্স কমিশনের তহবিল থেকে দেওয়া হয় বলে জানা যায়।শীততাপ নিয়ন্ত্রিত স্বর্গরথ প্রদানের অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
промокод 1хбет http://free-minigames.com/application/list/?promokod_259.html
промокод 1xbet при регистрации http://thefirmwarefile.com/pag/promokod_260.html
1xbet промокод http://balkonstroi.ru/incl_ude/pages/1hbet_promokod_pri_registracii__bonus_do_32500_rub_.html
промокод при регистрации 1xbet на сегодня https://kvin-tur.ru/content/pags/besplatnuy_promokod_pri_registracii.html
промокод при регистрации 1xbet на сегодня https://www.jkfitness.com/wp-content/pags/promokod_260.html