October 24, 2024

রাধিকাপুর ব্যাঙ্গালুরু ট্রেনের দাবিতে কালিয়াগঞ্জ রেল রুপায়ন ও উন্নয়ন কমিটি আন্দোলনের পথে

1 min read

রাধিকাপুর ব্যাঙ্গালুরু ট্রেনের দাবিতে কালিয়াগঞ্জ রেল রুপায়ন ও উন্নয়ন কমিটি আন্দোলনের পথে

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৪ মে:উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর থেকে রেল পরিষেবার উন্নয়নের দাবিতে কালিয়াগঞ্জ রেল রুপায়ন ও উন্নয়ন কমিটি ব্যাপক আন্দোলনে নামতে চলেছে বলে জানা যায়। পশ্চিম বঙ্গের বিভিন্ন জেলায় রেল যোগাযোগের ব্যাপক উন্নতি ঘটলেও উত্তর দিনাজপুর জেলা রেল যোগাযোগের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে।অনেক জেলা নূতন নূতন ট্রেন পেলেও উত্তর দিনাজপুর জেলার রাধিকা পুর থেকে দিল্লী গামী আনন্দ বিহার এক্সপ্রেস ট্রেনটি দুই বছরের বেশি সময় ধরে বন্ধ হয়ে থাকলেও দিল্লীর ট্রেনটি চালু করবার কোন রকম উদ্যোগ রেল দপ্তরের না থাকায় ক্ষুব্ধ কালিয়াগঞ্জ রেল রুপায়ন ও উন্নয়ন কমিটির যুগ্ম সাধারন সম্পাদক প্রসূন দাস।

প্রসূন দাস বুধবার এক সাক্ষাৎকারে বলেন রেল যোগাযোগের ক্ষেত্রে উত্তর বঙ্গের উত্তর দিনাজপুর জেলা সব থেকে পিছিয়ে আছে।দিল্লী যাবার একটি গুরুত্বপূর্ন ট্রেন যেটি রাধিকাপুর থেকে দিল্লী যেত সেটিও বন্ধ করে রেখেছে দুই বছরের বেশি দিন হল।ফলে চরম অসুবিধার মধ্যে একদিকে উত্তর দিনাজপুর জেলার ব্যাবসায়ীরা অন্য দিকে জেলার পরিযায়ী শ্রমিকরা একই সমস্যার মধ্যে পড়েছে ট্রেনটি বন্ধ হবার ফলে। সাধারন সম্পাদক প্রসূন দাস বলেন তাদের সংগঠনের দাবি শুধু রাধিকাপুরদিল্লী এক্সপ্রেসই নয়,রাধিকাপুর থেকে উত্তর দিনাজপুর জেলার অসুস্থ রোগীদের কথা ভেবে অবিলম্বে রাধিকাপুর_ব্যাঙ্গালুরু,এবং রাধিকাপুর _কামাক্ষা একটি ট্রেন উত্তর দিনাজপুর জেলার মানুষদের স্বার্থে চালু করতে হবে।কালিয়াগঞ্জ রেল রুপায়ন ও উন্নয়ন কমিটির সহ সম্পাদক ড: কাঞ্চন দে বলেন রেল দপ্তর সম্প্রতি রাধিকাপুর বারসই বৈদ্যুতিন ট্রেন চলাচল করবার জন্য সমস্ত কাজ শেষ হয়ে গেছে ইতিমধ্যেই।এখন রাধিকাপুর থেকে দূরবর্তী স্থানে যাবার ট্রেন চলাচলে কোন অসুবিধা থাকার কথা নয় বলেই তিনি মনে করেন।এর পরেও যদি ট্রেনের পরিষেবা পাবার ব্যাপারে উত্তরদিনাজপুর জেলার মানুষ উপেক্ষিত হয় সেটা আমরা কোন ভাবেই মেনে নেবনা বলে কাঞ্চন বাবু বলেন।

 

উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতি বাসুদেব সরকার এক সাক্ষাৎকারে বলেন আমাদের দলের রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলায় রেল পরিষেবার স্বার্থে বেশ কিছু কাজ করেছেন জেলার মানুষ সেটা দেখতে পাচ্ছে।আমরা চেষ্টা করছি খুব শীগ্রই বৈদ্যুতিক ট্রেন চলাচল শুরু হলেই নূতন দুই একটি গুরুত্বপূর্ন ট্রেন যাতে চলতে পারে আমরাই তার ব্যাবস্থা করবো বলে বাসুদেব বাবু প্রতিশ্রুতি দেন।

5 thoughts on “রাধিকাপুর ব্যাঙ্গালুরু ট্রেনের দাবিতে কালিয়াগঞ্জ রেল রুপায়ন ও উন্নয়ন কমিটি আন্দোলনের পথে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *