January 7, 2025

ইউনেস্কোর উদ্যোগে দুই দিনাজপুরের হস্ত শিল্প ও লোক শিল্পের মানোন্নয়নে রায়গঞ্জে তিন দিনের”উত্তর দিনাজপুর উৎসব”

1 min read

ইউনেস্কোর উদ্যোগে দুই দিনাজপুরের হস্ত শিল্প ও লোক শিল্পের মানোন্নয়নে রায়গঞ্জে তিন দিনের”উত্তর দিনাজপুর উৎসব”

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৫এপ্রিল:ইউনেস্কোর রুরাল ক্রাফট অ্যান্ড কালচারাল হাবের উপস্থাপনায়, রাজ্য সরকারের অনুপ্রেরনায় এবং উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহায়তায় রায়গঞ্জের সুদর্শনপুর বিদ্যা চক্র বিদ্যালয়ের মাঠে কারুকলা উৎসব তিন দিনের “উত্তর দিনাজপুর উৎসবের সূচনা হতে চলেছে আগামী ৭ই এপ্রিল।যা চলবে আগামী ৯ই এপ্রিল পর্যন্ত। এক সাক্ষাৎকারে ইউনেস্কোর প্রতিনিধি তথা জি এম সিদ্ধাঞ্জন রায় চৌধুরী বলেন দুই দিনাজপুরের কারু শিল্পের প্রচার, প্রসার ও উন্নয়নের স্বার্থের লক্ষেই উত্তর দিনাজপুর উৎসবের আয়োজন করা হয়েছে।তিনি বলেন এই উৎসব উত্তরবঙ্গের দুই দিনাজপুর জেলার সাংস্কৃতিক সম্পদকে আরো উন্নতমানের করার উৎসব বলে তিনি মনে করেন।

 

তিনি বলেন উত্তরবঙ্গের দুই দিনাজপুরের প্রাকৃতিক সম্পদ ও লোক সংস্কৃতি যেন বর্তমানে মিলেমিশে একাকার। উত্তর দিনাজপুর জেলা শিল্প কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত জেনারেল ম্যানেজার প্লাবন সরকার জানান উত্তর দিনাজপুর উৎসবকে সাফল্য মন্ডিত করতে সর্বতোভাবে সহায়তা করে চলেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।তিনি বলেন আগামী ৭ই এপ্রিল থেকে ৯ ই এপ্রিল উত্তর দিনাজপুর উৎসব চলবে।

 

প্রতিদিন থাকবে দুই দিনাজপুরের হস্তশিল্পের প্রদর্শনী,থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা নিয়ে বিভিন্ন বিষয়ের উপর বিষয় ভিত্তিক আলোচনা চক্র।উত্তর দিনাজপুর জেলার জেলা শিল্প কেন্দ্রের অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার সুনীল সরকার বলেন আগামী ৭ই এপ্রিল থেকে তিনদিনের উত্তর দিনাজপুর উৎসব যা হতে চলেছে সেই উৎসবের মাধ্যমে উত্তরবঙ্গের দুই দিনাজপুর জেলার কারু শিল্পের সাথে লোকসংস্কৃতি শিল্পের মহামিলন ঘটতে চলেছে।

 

যার সুফল একদিকে যেমন হস্ত শিল্পীরা পাবে অন্য দিকে লোক সংস্কৃতির শিল্পীরাও পাবে বলে তার বিশ্বাস।জানা যায় তিন দিনের এই উত্তর দিনাজপুর জেলা উৎসবে দুই দিনাজপুর জেলা ছাড়াও উত্তরবঙ্গের অন্য জেলা থেকেও হস্ত শিল্পীরা বাঁশের,বেতের,কাঠের ধোকরা শিল্প,

 

টেরাকোটা শিল্প,কার্পেট শিল্প,কোচবিহারের শীতল পাটির শিল্প অংশ গ্রহণ করবে তেমনি ভাবেই দুই দিনাজপুর ভি জেলার জেলার খনপালা,ভাওয়াইয়া,বাউল,লোকগীতি ও মুখা নৃত্যের শিল্পিরা তাদের লোক নৃত্য জনমানসে তুলে ধরবার চেষ্টা করবে বলে জানা যায়।

 

4 thoughts on “ইউনেস্কোর উদ্যোগে দুই দিনাজপুরের হস্ত শিল্প ও লোক শিল্পের মানোন্নয়নে রায়গঞ্জে তিন দিনের”উত্তর দিনাজপুর উৎসব”

  1. I was very pleased to uncover this great site. I need to to thank you for ones time for this fantastic read!! I definitely appreciated every bit of it and I have you bookmarked to look at new information on your blog.

  2. Along with the handbook massage strategies, Saanyo has constructed two totally different stretches into
    the chair. Wash off the yor body in addition please guarantee that you
    just make the most of a moisturizer too all the time keep your pores and
    skkin and doesn’t dry. Keep this angle by supporting your calves uaing a chair oor a block.
    Shiatsu leg massagers are solely to your legs – they are often deep kneading Shiatsu foot massagers using both techniques to
    deal wirh pain. Thhe second ingredient is using compression therapeutic massage to relieve drained and
    aching feet. Sooth aching muscles and improve blood
    circulation utilizing 4 built-in heating pads. People resiing with diabetes should taqke notice of any indicators of hypoglycemia – in case you don’t
    know them, you might be free to test thhe blood sugar before and after the session. Is shiatsu aany good for those residing with an incurable situation? Generally phrases, the primary objective off shiatsu is to reinforce a balanced movement of energy supportive to your sense of wellbeing.
    Shiatsu enhances your sense of wellbeing and yoour tolerance degree in an effort to deal with the scenario more simply.

    Also visit my homepage – https://iseker.com

  3. דירות דיסקרטיות בצפון נמצאות פה בשבילכם!
    מי שרוצה לחגוג אירוע מיוחד
    יכול למצוא דירות דיסקרטיות בצפון אשר מעניקות שירותי
    אקסטרה לפי הזמנה. באתר תמצאו היצע מגוון ומרשים לחלוטין של דירות מאובזרות ברמה הכי גבוהה בישראל.
    הבחירה של דירה שקטה ואינטימית
    זו בחירה שאף אחד לא ידע או ראה, זו אפשרות
    להשיג פגישה מעולה שלא תמצאו בשום מקום אחר, פרטיות ,
    נעימות, יכולת לשכוח את כל טרדות היום.
    קוקסינליות לעיסוי חדש בפתח תקווה דירה
    יפה ודיסקרטית ד עיסוי במטריף 4 ידיים
    חוויה עיסוי מפנקת ומיוחדת ללקוחות
    האתר, אך עדיין במרכז – זה מה שאתה צריך אם אתה לא אוהב
    את הרעש של העיר הגדולה. בכל דירה אבזור מושלם.
    נערת ליווי באילת הם כל מה שחלמתם ואפילו יותר.

    נערת הליווי דומיניק מאוקראינה
    קייב מעסה מקצועית VIP לאיכות גבוהה בלבד!
    ג’וליאנה נערת ליווי VIP גבוהה
    שיער שחור ייצוגית לכל איש עסקים מגיע ליווי הולם, לפגישות או לבילוי
    וחברה ג’וליאנה היא הדבר הבא… בתוך הדירה מחכה לך מעסה ארוטית, נערת ליווי פרטית וכל מי שתעזור לך להפוך את הפנטזיות שלך למציאות.
    בצעו חיפוש באתר.. הכירו את קמילה, מהממת בת 25 קטנה וסקסית, מומחית בפינוקים, ליווי איכותי לחובבי האיכות והיוקרה בלבד, זמינות 24/7 מהרו לחוויה בלתי נשכחת עם
    קמילה המדהימה, לא סתם נערת ליווי יחס אישי ללא פשרות.

    my homepage https://bangkokthailandescorts.com/region/Discreet-apartments-in-Netanya.php

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *