January 7, 2025

বন্ধ থাকা কালিয়াগঞ্জ থানা তন্তুবায় সমবায় সমিতিকে ব্লক প্রশাসনের হাতে তুলে দেবার সিদ্ধান্ত নেওয়া হল গার্মেন্টস হাব করবার স্বার্থে

1 min read

বন্ধ থাকা কালিয়াগঞ্জ থানা তন্তুবায় সমবায় সমিতিকে ব্লক প্রশাসনের হাতে তুলে দেবার সিদ্ধান্ত নেওয়া হল গার্মেন্টস হাব করবার স্বার্থে

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২৬ মার্চ:উত্তর দিনাজপুর জেলার এক সময়কার বৃহদাকারের কালিয়াগঞ্জ থানা তন্তুবায় সমবায় সমিতি লিঃকে রবিবার সমিতির বিশেষ সাধারন সভার সিদ্ধান্তক্রমে কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনকে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয় উপস্থিত সদস্যদের পরামর্শ অনুসারে।রবিবার এই বিশেষ সাধারন সভা শুরু হবার পূর্বে সমবায়ের পতাকা উত্তোলন করেন প্রবীন সমবায়ী এবং সমিতির সদস্য মনোজ কুমার রায় মহাশয়। সভাপতিত্ব করেনবীরেন্দ্র নাথ দেবশমা’ মহাশয়।শোক জ্ঞাপন করে সভার কাজ আরম্ভ হয়। প্রতিবেদন পেশ করেন সমিতির সম্পাদক রাধিকা রঞ্জন দেবভূতি। প্রতিবেদনে সমিতির বর্তমান অবস্হা তুলে ধরা হয়। ২০২১-২২ সালের অডিট রিপোর্ট সভায় পেশ করা হয়।

 

বকেয়া সরকারী ও ব্যাঙ্কের ঋনের অবস্হাও উপস্থিত সদস্যদের অবগতির জন্য জানান হয়। জানা যায় যেহেতু দীর্ঘদিন ধরে একটি তন্তুবায় সমবায় সমিতি মুখ থুবড়ে পড়ে থাকায় এই সমিতিকে সরকারের হাতে তুলে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়।সরকারী ভাবে জেলা শিল্প কেন্দ্র এবং জেলা ডি,আর,ডি,সি এর মাধ্যমেএখানে গার্মেন্টস হাব ও মিড-ডে- মিলের নিউটেশন খাবার তৈরি করার ব্যাবস্থা করে এই সমবায় সমিতির মাধ্যমে এলাকার মহিলারা নিজের পায়ে যাতে দাড়িয়ে রোজগারের মুখ দেখতে পায় তার জন্য ব্লক প্রশাসন দ্রুত ব্যাবস্থা গ্রহন করবে বলে জানা যায়।বিশিষ্ট সমবায়ী মনোজ রায় বলেন এক সময়কার একটি বৃহৎ আকারের তন্তুবায় সমিতির সব কিছু থেকেও কিছু নেই এটা চোখের সামনে দেখা যায়না।তাই মুখ থুবড়ে পরে না থেকে এই সমিতি অন্য ভাবে সমাজের পিছিয়ে পরা মহিলাদের যদি সাহায্য করতে পারে তাহলে সেটাই সবচেয়ে ভালো কিছু হতে পারে বলে তিনি মনে করেন।কালিয়াগঞ্জ থানা তন্তুবায় সমবায় সমিতির সম্পাদক রাধিকা রঞ্জন দেবভুতি বলেন আমরা চাইছিলাম এই সমবায় সমিতি এ ভাবে মুখ থুবড়ে পড়ে না থেকে কিছু একটা সমাজের স্বার্থে কাজ হোক।আমাদের আশা হয়তো পুরন হবার দিকেই এগোচ্ছে বলে মনে হয়।কালিয়াগঞ্জ ব্লকের সমবায় পরিদর্শক নিরুপম গাঙ্গুলি তার ভাষণে বলেন একটি সমবায় বন্ধ হয়ে থাকার মানেই হচ্ছে সমবায় আন্দোলন এগিয়ে যাবার পরিবর্তে পিছিয়ে যাচ্ছে বুঝতে অসুবিধা হয় না।তাই এই রুগ্ন সমবায় সমিতিকে অন্যভাবে কাজে লাগিয়ে সমাজের উপকারে আসে আমরা সেই চেষ্টাই করছি বলে জানান।

2 thoughts on “বন্ধ থাকা কালিয়াগঞ্জ থানা তন্তুবায় সমবায় সমিতিকে ব্লক প্রশাসনের হাতে তুলে দেবার সিদ্ধান্ত নেওয়া হল গার্মেন্টস হাব করবার স্বার্থে

  1. Любой государственный строй на первых порах внушает к себе
    некоторое почтение, то народное
    правление какое-то время
    сохранялось, правда, недолго
    – пока не умирало создавшее
    его поколение, ибо сразу же вслед за этим в городе воцарялась разнузданность, при которой никто уже не боялся
    ни частных лиц, ни общественных; всякий жил как хотел,
    и каждодневно учинялось множество всяких несправедливостей.
    Тогда, вынуждаемые к тому необходимостью, или по наущению какого-нибудь доброго человека,
    или же из желания покончить с разнузданностью, люди опять возвращались к
    самодержавию, а затем мало-помалу снова доходили до разнузданности –
    тем же путем и по тем же причинам.
    Как продавать онлайн – Бизнес-секреты

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *