কালিয়াগঞ্জে পাঁচ দিনের অনন্য নাট্য মেলার সূচনায় সাহিত্যিক উল্লাস মল্লিক
1 min readকালিয়াগঞ্জে পাঁচ দিনের অনন্য নাট্য মেলার সূচনায় সাহিত্যিক উল্লাস মল্লিক
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২২ মার্চ:বুধবার উত্তর দিনাজপুর জেলার নাটকের শহর কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে অন্যন্য নাট্য সংস্থার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবং সংস্কৃতি মন্ত্রক ভারত সরকারের আর্থিক সহায়তায় পাঁচদিনের অনন্য নাট্য মেলার উদ্বোধন করলেন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বিশিষ্ট সাহিত্যিক উল্লাস মল্লিক।উদ্বোধক উল্লাস মল্লিক বলেন কালিয়াগঞ্জকে যে নাটকের শহর বলা হয় তার যথেষ্টই কারন রয়েছে।উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকলীন সময়েও যে ভাবে নাট্য প্রেমী মানুষেরা নাটকের তৃষ্ণা মেটাতে প্রেক্ষা গৃহের কথা ভুলতে পারেনা।এটাই নাটক থেকে পাওয়া বড় সাফল্য। আমি তাই অভিভূত কালিয়াগঞ্জ শহরের নাট্য প্রেমীদের উৎসাহ দেখে।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা, উপ পৌর পিতা ঈশ্বর রজক অনন্য থিয়েটারের কর্নধার বিভু ভুষন সাহা এবং সভাপতি মানিক রায় চৌধুরী বক্তব্য রাখেন।অনন্য নাট্য সংস্থার কর্নধার বিভু ভুষন সাহা বলেন বুধবার ২২ মার্চ থেকে ২৭ মার্চ প্রতিদিন বিভিন্ন জেলার বিশিষ্ট নাট্য দলের কুশি লবেরা প্রতিদিন দুটি করে নাটক মঞ্চস্থ করবে শুধু মাত্র ।তিনি বলেন বুধবার গোবরডাঙ্গা নিঃশব্দ থিয়েটার গ্রুপ উত্তর চব্বিশ পরগনা প্রযোজিত নাটক “গুপ্তধন”।
পরিচালনা ও অভিনয় ধনপাতি মণ্ডল।বুধবারের দ্বিতীয় নাটক কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার এর প্রযোজনা “ডোডোর বুকে ব্যাথা”।মুল গল্প উল্লাস মল্লিক।নাট্যরূপ ও নির্দেশনা সিদ্ধার্থ চক্রবর্তী। ২৩মার্চ বৃহস্পতিবার নাট্যম শ্রদ্ধাঞ্জলি , জঙ্গীপুর নিবেদিত “সময়ের শিকার”।নাটক শিবশঙ্কর চক্রবর্তী,নির্দেশনা দিব্যেন্দু দাস।দ্বিতীয় নাটক কোচবিহারের অনুভব নাট্য সংস্থার প্রযোজনা “অজান্তে”।রচনা ডা:শ্রীপর্ণা দত্ত,নির্দেশনা ডা: অশোক ব্রহ্ম। অনন্য নাট্য মেলার তৃতীয় দিন২৪ মার্চ জলপাইগুড়ির অনুভব নিবেদিত”স্বপ্নের সারথী”।নাটক স্বপন দাস,নির্দেশনা সাধন চক্রবর্তী। ঐ দিনের দ্বিতীয় নাটক রায়গঞ্জ বিবেকানন্দ নাট্য চক্রের প্রযোজনা”নিহতশতাব্দী” নাটক গৌতম রায়,নির্দেশনা শুভেন্দু চক্রবর্তী। নাট্য মেলার শেষ দিন ২৫মার্চ প্রথম নাটক হবে বহরমপুর রঙভূমির প্রযোজনা “অপহরণ”।নাটক শক্তি নাথ ভট্টাচার্য,নির্দেশনায় রাজেন দাস। ঐ দিনের দ্বিতীয় নাটক মঞ্চস্থ হবে ভারতীয় গণনাট্য সংঘ শপথ শাখা বালুরঘাটের প্রযোজনা “আমি সেই লোক”।নাটক অরিন্দম সেনগুপ্ত,নির্দেশনা হারান মজুমদার। ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উদযাপন উপলক্ষে একটি নাট্য বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়।বিষয় “এই শহরের।নাটকের ভবিষ্যত।বক্তারা থাকলেন কালিয়াগঞ্জ বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা। ঐ দিন অনন্য নাট্য মেলার সমাপ্তি দিনে কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার পরিচালিত ছোটদের থিয়েটার স্কুল এর প্রযোজনায় নাটক”কমলা সুন্দরী।নাটক মানিক রায়চৌধুরী,নির্দেশনায় প্রদীপ কুন্ডু। অনন্য নাট্য মেলার প্রথম দিন থেকেই নাট্য প্রেমীদের ভিড়ে নাট্য মেলা জমজমাট।