” মঞ্চ একুশে’র সাহিত্যের আসরের আলোচ্য বিষয় “জাতি গঠনে শিক্ষকের ভূমিকা” –
1 min read” মঞ্চ একুশে’র সাহিত্যের আসরের আলোচ্য বিষয় “জাতি গঠনে শিক্ষকের ভূমিকা” –
বিপুল মণ্ডল,কালিয়াগঞ্জ,২৫ ফেব্রুয়ারী: সাহিত্য সংস্থা “মঞ্চ একুশের সাহিত্য বিষয়ক অনুষ্ঠান কালিয়াগঞ্জ শহরের স্কুল পাড়ার বাসিন্দা গ্রন্থা গারিক শ্রীজীবন মুন্সীর বাড়ীতে শনিবার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবব্রত সরকার মহাশয়।প্রথমেই সঞ্চিতা সিংহ রায়ের ‘বাংলা আমার প্রানের ভাষা’ গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানে র শুভ সূচনা হয়।এরপর একে একে শিশুশিল্পী রাহা মোদকের ‘ফাগুন হাওয়ায়’ , বর্ণালী সাহার গান, এবং আদৃতা সরকার, মানবেন্দ্র কুন্ডু, বাসনা সরকার, ইন্দ্রনীল কুন্ডু,আভা সরকার মণ্ডল,রিতা সিং,
জীবন মুন্সী ও দুলাল ভদ্র এর কবিতা অনুষ্ঠান এক অন্য মাত্রায় পৌঁছে দেয়।অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: বাবুলাল বালা। প্রবন্ধের বিষয় ‘ জাতি গঠনে শিক্ষক এর ভূমিকা’। তিনি খুব প্রাসঙ্গিক একটি বিষয়ের ওপর বিভিন্ন দৃষ্টিভঙ্গি সহকারে একটি মানোগ্রাহী ও বর্তমানে সমাজ ব্যবস্থা কে কিভাবে সুন্দর করে গড়ে তোলা যায় এবং তাতে ছাত্র সমাজের কি ভূমিকা এবং শিক্ষকের কতটা দায়িত্ব তার সমাধানগুলিকে দিশা দেখিয়েছেন।
তার এই বিষয়ের ওপর বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেছেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপক ড: বিপুল মণ্ডল,বিভূতি ভূষণ মণ্ডল,সঞ্জীব কুন্ডু, প্রদীপ পাল,সুব্রত পাল, তনুশ্রী মজুমদার,ইন্দ্রনীল কুন্ডু সাহা আরো অনেকে।সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন মঞ্চ একুশের সম্পাদক শ্রী দুলাল ভদ্র।