দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল কালিয়াগঞ্জে
1 min readদিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল কালিয়াগঞ্জে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৫ ফেব্রুয়ারী:শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল গ্রাম পঞ্চায়েত অধীন বিভিন্ন গ্রামে “দিদির সুরক্ষা কবচ ” কর্মসূচি নিয়ে উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এর নেতৃত্বে সূর্ষা গ্রাম থেকে এক বিশাল মিছিল বের হয়।মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য,উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য দধি মোহন দেবশর্মা,উত্তর দিনাজপুর জেলার তৃণমূল চেয়ারম্যান শচীন সিংহ রায়,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার তৃণমূল নেতা বাপ্পা সরকার।
জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন আগামী কাল থেকে দিদির দুতেরা বাড়ি বাড়ি গিয়ে দেখবেন রাজ্য সরকারের পরিকল্পনা গুলো সঠিক ভাবে পাচ্ছে কি পাচ্ছে না তার সঠিক তথ্য দিদির দূতেরা খুজে বের করবেন।যারা কোন কারনে সেই সব সুযোগ থেকে বঞ্চিত হয়েছে তাদেরকে সেই সুযোগ গুলো পাইয়ে দেবার ব্যাবস্থা করবে।জেলা সভাপতি কানাই বাবু বলেন দিদির সুরক্ষা কবচের মধ্যে মোট ১৫ টি প্রকল্প অন্তর্ভুক্ত। যার মধ্যে আছে মানবিক পেনশন,সামাজিক সুরক্ষা যোজনা,জয় বাংলা পেনশন প্রকল্প, লক্ষীর ভান্ডার,বিধবা ভাতা,কৃষক বন্ধু,স্বাস্থ্য সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড,বাংলা আবাস যোজনা,নিজ গৃহ নিজ ভূমি সহ মোট ১৫ টি প্রকল্প। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল বলেন আগামী গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল অভাবনীয় ফল পাবে নিন্দুকেরা যে যাই বলুক বলে তিনি মনে করেন।