January 5, 2025

কালিয়াগঞ্জ মহাবিদ্যালয়ে ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

1 min read

কালিয়াগঞ্জ মহাবিদ্যালয়ে ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২১ ফেব্রুয়ারী:মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যাপক,অধ্যাপিকা,ছাত্র ছাত্রীর সাথে মহাবিদ্যালয়ের অশিক্ষ্ক কর্মীরাও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি যথাযথ মর্যাদার মধ্য দিয়ে পালন করলো।উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে মহাবিদ্যালয়ের ছাত্র শুভ্রদীপ রায়।কালিয়াগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড:পীযুষ দাস এক সাক্ষাৎকারে বলেন আমাদের মহাবিদ্যালয় প্রতিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে থাকে।আবার অন্য বারের তুলনায় আমরা বেশ বড় ধরনের অনুষ্ঠান করবার সিদ্ধান্ত নিয়েছি।তিনি বলেন আমাদের মনে হয়েছে যে ভাবে বিদেশি ভাষা ইংরেজি আমাদের বাংলা ভাষাকে প্রতিনিয়ত গ্রাস করছে তাতে মনে হয়েছে আমাদের প্রত্যেককে আরো অনেক বেশি বেশি করে বাংলা ভাষার উন্নয়নে কাজ করতে হবে।শুধু বছরে একবার মাতৃভাষা দিবস পালন করেই আমরা যেন আমাদের দায়িত্ব শেষ করে না দিই।সেই কারনেই মঙ্গলবার কালিয়াগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যাপকরা যেমন এই অনুষ্ঠানে অংশগ্রহন করবে তেমনি ছাত্র ছাত্রীরা আবৃত্তি,সঙ্গীত,নৃত্য,নাটকের মাধ্যমে এই দিনটিকে পালন করবে।

 

অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের সমস্ত অধ্যাপকরা যেমন আন্তরিকতার সাথে এই অনুষ্ঠানে অংশ গ্রহন করছে তেমনি ছাত্র ছাত্রীদের মধ্যে দেখা যায় সত্যিকারের আন্তরিকতার সাথে তাদের অংশগ্রহণ।অনুষ্ঠানের শুরুতেই শহীদ বেদীতে মাল্য দানের মাধ্যমে প্রথম পর্বের অনুষ্ঠানের সূচনা করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড: পীযুষ দাস।

 

পরবর্তীতে একে একে মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা,শিক্ষা কর্মী এবং ছাত্র ছাত্রীরা মাতৃভাষার আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।এর পর মহাবিদ্যালয়ের রবীন্দ্র ভবনে শুরু হয় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ।এরপর একে একে কালিয়াগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড: পীযুষ দাস,শিক্ষক সংসদের সম্পাদক ড:বিপুল মণ্ডল, আই কিউ এর কো অর্ডিনেটর সন্তু চক্রবর্তী, নাক কো অর্ডিনেটর ড: চন্দন রায়,হিন্দি বিভাগের শিক্ষক সঞ্জীব ঝাঁ,অধ্যাপক তুষার কান্তি কর্মকার, ড: দেবাশীষ ভৌমিক আন্তর্জাতিক মাতৃভাষা প্রেক্ষাপটের উপর আলোচনা করেন।পরবর্তীতে শুরু হয় ছাত্রছাত্রীদের দ্বারা গীতি আলেখ্য ” দূরের মাদল”.।পরবর্তীতে শিক্ষক এবং শিক্ষা কর্মীদের দ্বারা অনুষ্ঠিত হয় গীতি আলেখ্য “বাংলা ভাষাকে ভালোবাসলে” সঙ্গীত পরিবেশন করেন শ্যামল বিশ্বাস,সুমিতা দে এবং সুজয়া চাকি।সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুরূপে সঞ্চালনা করেন মহাবিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপিকা ড:সোনালী চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *